মুন ওয়েলফেয়ার এসোসিয়েশনের মানবিক কর্যক্রম





শেয়ার

এপ্রিল নগরীর মুরাদপুর এলাকায় মুন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পক্ষ হতে   মুন লাইট স্কুলে অধ্যায়নরত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দনাইশ সমিতির সভাপতি আবু তাহের চৌধুরী, বাংলাদেশ আওয়ামী উন্নয়ন লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মেহেরুন নিপা, চট্টগ্রাম ইন্টারপ্রেনিয়ার ফোরামের সভাপতি আফরোজা সুলতানা পুর্নিমা, মুন লাইট স্কুল এর উপদেষ্টা বিবি ফাতেমা, নারী নেত্রি শিল্পি বোসাক, উদ্যক্তা হাজি সিফাত।

উপস্থিত ছিলেন স্বপ্নীল বাঙ্গালী সংগঠন এর আব্দুর রহিম ফরহাদ, ঝিনুক, রাহাত উজ্জামান, ইয়াসমিন টিনা এবং মুন লাইট স্কুল এর শিক্ষিকা  জাকিয়া রিহা।

সময় ফয়সাল মুন বলেন, যদি আমরা এমন পিছিয়ে পড়া শিশুদের পাশে না থাকি তাহলে তারা আরও পিছিয়ে পড়বে। এদেরকে শিক্ষিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।কারণ এককভাবে কোনো কিছু পরিবর্তন করা যায় না। সমাজকে বদলাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।

 

সারাদেশ


শেয়ার