ইতিহাদে ইতিহাস গড়ার হাতছানি ম্যানসিটির সামনে।





শেয়ার

প্রথমবারের মত ফাইনালের স্বাদ নিতে পিএসজির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। এগিয়ে থাকা সিটিজেনরা ড্র কিংবা ১-০ ব্যবধানে হেরে গেলেও চলে যাবে শিরোপার মঞ্চে। তবে পিএসজির কাজটা বেশ কঠিন। জয় পেতে হবে অবশ্যই, একইসঙ্গে খেয়াল রাখতে হবে গোল ব্যবধানের দিকে। ইতিহাদে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

এই ম্যাচ নিয়ে বাংলাদেশি সিটি ভক্তরাও দারুণ রোমাঞ্চিত। মাঠে বসে খেলা দেখতে না পারার আক্ষেপ থাকলেও, তাদের প্রত্যাশা জয় নিয়েই ফাইনালের মঞ্চে নাম লেখাবে ম্যানচেস্টার সিটি।

যুগের পর যুগ ম্যানচেস্টার ইউনাইটেডের আড়ালেই ছিলো ম্যানসিটি। ইতিহাস ঐতিহ্যে এখনও রেড ডেভিলদের চেয়ে ঢের পিছিয়ে সিটিজেনরা। তবে গেলো এক দশকে কিছুটা হলেও পরিবর্তন এসেছে সেই চিত্রে। মাঠের পারফরম্যান্স দিয়েই সমীহ আদায় করে নিয়েছে ম্যানচেস্টার নীল অংশ।

এবার তাদের সামনে ইতিহাসের হাতছানি। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার। এর আগে একবারই ইউরোপ সেরা আসরের সেমিফাইনালে খেলেছিলো সিটি। সেটা ২০১৫-১৬ মৌসুমে ম্যানুয়েল পেল্লেগ্রিনির অধীনে। এরপর পেপ গার্দিওলার পরিকল্পনায় শিরোপার স্বপ্ন দেখলেও গেলো তিন মৌসুম তা থেমে গেছে কোয়ার্টার ফাইনালে এসে।

তবে এবার বেশ সুবিধাজনক অবস্থানে আছে সিটি। মাস্টারমাইন্ড পেপ গার্দিওলা আগের লেগেই দেখিয়েছেন তার মুন্সিয়ানা। পার্ক দ্য প্রিন্সেস থেকে ২-১ ব্যবধানে জয় নিয়ে ফেরায় এবার ফাইনালের স্বপ্ন দেখছেন সমর্থকরাও।

তবে একটা আক্ষেপ থাকছেই। কোভিড মহামারীর জন্য মাঠে বসে খেলা দেখার সুযোগ নেই। স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না জেনেও মাঠের বাইরে থেকেই উদযাপন করবে সমর্থকরা।

ইতিহাদের মঞ্চ প্রস্তুত। এখন শুধু অপেক্ষা সিটিজেনদের জয়োল্লাসের।

ফুটবল


শেয়ার