বাংলাদেশের স্বাধীনতা এসেছে ইত্তেফাকের হাত ধরে





শেয়ার

দৈনিক ইত্তেফাক এর ৬৮ বছরে পদার্পণ এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা এসেছে ইত্তেফাকের হাত ধরে। বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দৈনিক ইত্তেফাক পরস্পরের পরিপূরক। বাঙালি ও বাংলাদেশের স্বাধীনতার জন্য ইত্তেফাকের ভূমিকা ইতিহাসে চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে। পরাধীনতার বিরুদ্ধে বাঙালির মুক্তি সংগ্রামের প্রতিটি ধাপে ইত্তেফাক বাঙালির হৃদয়ের ভাষাকে নির্ভিক চিত্তে প্রকাশ করেছে। ইত্তেফাকের পাতায় নিপীড়িত বাঙালির পক্ষে তফাজ্জল হোসেন মানিক মিয়ার আপসহীন ক্ষুরধার কলমের অগ্নিক্ষরা ভাষা এক অনন্য ইতিহাস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের প্রতিটি উচ্চারণ-ভাষণ ইত্তেফাকের পাতায় ইতিহাস হয়ে আছে।

বক্তারা বলেন, চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘির ময়দান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির সনদ যে ৬ দফা ঘোষণা করেছিলেন, তাকে এই ইত্তেফাকই সমগ্র পূর্ব বাংলার ঘরে ঘরে অগ্নিস্ফূলিঙ্গের মতো ছড়িয়ে দিয়েছিলো। আজও বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ একুশ শতকের প্রযুক্তিচালিত সময়ে বাংলাদেশের মানুষ তাদের জীবনের চালচিত্রকে খুঁজে পায় এই সংবাদপত্রের পাতায়। ইতিহাস-বর্তমান এবং ঐতিহ্যের এক সোনালী মেলবন্ধনে ইত্তেফাক আজ হয়ে উঠেছে বাঙালির আধুনিক গণমাধ্যম।  

আজ ২৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান মিলনায়তনে দৈনিক ইত্তেফাকের ৬৮ বছরে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সুধীজন তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রাজনীতিবীদ, শিক্ষাবিদ, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের শুভানুধ্যায়ীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটায় অংশ নেন। এ সময় ইত্তেফাক পরিবারের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান দৈনিক ইত্তেফাক চট্টগ্রাম অফিসের ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা ও চট্টগ্রাম অফিসে কর্মরত সাংবাদিকবৃন্দ।

দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সৈয়দ আবদুল ওয়াজেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য ও শুভেচ্ছা জানান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এম চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী, মহানগর বিএনপির আহবায়ক ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম চেম্বারের ভাইস প্রেসিডেন্ট ও সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তৃণমূল এনডিএম’র চেয়ারম্যান ও স্বতন্ত্র মেয়র প্রার্থী খোকন চৌধুরী, সার্ভ ফর স্মাইল’র প্রধান উপদেষ্টা ও বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, সার্ভ ফর স্মাইল’র প্রেসিডেন্ট ও বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক এম সাইফু উল্লাহ মনসুর, বিজিএমইএ’র পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, সিইউজে’র সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব মহসিন কাজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, বিএফইউজে’র সাবেক সভাপতি নির্মল চন্দ্র দাশ, দৈনিক নয়াবাংলার সম্পাদক জিয়াউদ্দিন মো. এনায়েতুল্লাহ, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা পংকজ দস্তিদার, সিনিয়র সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী, কবি ও সাংবাদিক ওমর কায়সার, সিনিয়র সাংবাদিক মঈনুদ্দিন কাদেরী শওকত, দৈনিক দেশ রূপান্তরের ব্যুরো প্রধান ফারুক ইকবাল, বৈশাখী টেলিভিশনের ব্যুরো প্রধান মহসিন চৌধুরী, বাংলানিউজ’র চট্টগ্রাম ব্যুরো প্রধান তপন চক্রবর্তী, বিডিনিউজ’র চট্টগ্রাম ব্যুরো প্রধান মিন্টু চৌধুরী, দৈনিক যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান, দৈনিক বণিক বার্তার ব্যুরো প্রধান এমএইচ রাশেদ, দৈনিক আজাদীর পক্ষে সিনিয়র সহ-সম্পাদক দিবাকর ঘোষ, চীফ রিপোর্টার হাসান আকবর, দৈনিক পূর্বদেশ’র বার্তা সম্পাদক আবু মোশারফ রাসেল, চীফ রিপোর্টার সবুর শুভ, চট্টগ্রাম মহানগরী পুলিশের এডিসি (ডিবি) শাহ মুহাম্মদ আবদুর রউফ, সাবেক কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, আঞ্জুমান আরা আঞ্জু, দৈনিক ইত্তেফাকের প্রবীণ সংবাদকর্মী গোলাম সরোয়ার আজাদ, লেখক ও প্রাবন্ধিক অধ্যাপক মাসুম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শেখ মহিউদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. আবদুস সাত্তার, বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি নুরুল আবসার চৌধুরী, সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, কর্মকর্তা তপন কান্তি ধর, জাতীয় পার্টি (জেপি) মহানগরীর সভাপতি মো. মোরশেদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক ডা. মো. বেলাল মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন হাওলাদার, জাতীয় যুব সংহতি নগর সভাপতি মো. নাছির উদ্দিন মোল্লা, ফুলকলি ফুড প্রোডাক্টসের জিএম এমএ সবুর, বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম জুয়েল, চিটাগং সিনিয়রস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মো. আলাউদ্দিন, কমিটি মেম্বার এম এয়াকুব আলী, পোর্টল্যান্ড গ্রুপের এমডি মিজানুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি মঞ্জুর কাদের, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আসিফ সিরাজ, সাংবাদিক ডেইজী মওদুদ, সাংবাদিক আইয়ুব আলী, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু, রাশেদ মাহমুদ, নাসির উদ্দিন হায়দার, কামাল উদ্দিন খোকন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, সাংবাদিক স.ম ইব্রাহিম, মোহাম্মদ মোরশেদ আলম, প্রণব বড়ুয়া অর্ণব, মোহাম্মদ ফারুক, খোরশেদ আলম, আলিউর রহমান, রূপম চক্রবর্তী, শিশির বড়ুয়া, শতদল বড়–য়া, মো. শহিদুল ইসলাম, শহিদুল ইসলাম শহীদ, দেবদুলাল ভৌমিক, সাংবাদিক শামসুল হক মিন্টু, সিএমইউজে’র সাবেক সাধারণ সম্পাদক কাশেম মাহমুদ, সাংবাদিক রুবেল খান, ইউসুফ সবুর, শাহনেওয়াজ রিটন, বিশ্বজিত বড়ুয়া, চম্পক চক্রবর্তী, সঙ্গীত ভবনের অধ্যক্ষ কাবেরী সেনগুপ্তা, এক্স স্টুডেন্ট ফোরাম দৌলতপুর হক বাহাদুর হাই স্কুলের সভাপতি নুরুল আবছার, সেক্রেটারী একেএম জহিরুল হক, ইয়াংওয়ানের আইন কর্মকর্তা অ্যাড. আফতাব উদ্দিন, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দিন মামুন, বাগীশিক মহানগর সংসদের সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী মানিক, মুক্তিযোদ্ধা মো. কালাম, বৈদিক পরিষদ চট্টগ্রাম মহানগরীর প্রধান পৃষ্ঠপোষক ডা. দেবাশীষ মজুমদার, সাধারণ সম্পাদক রাজীব দাশ, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন, চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা নুরুন্নবী শাহেদ, কৃষক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নেতা মো. সেলিম সাজ্জাদ প্রমুখ।

 

গণমাধ্যম


শেয়ার