কাতালান ডার্বির’ রাতে রিয়ালের চ্যালেঞ্জ ভ্যালেন্সিয়া





শেয়ার

একদিন বিরতির পর লা লিগায় মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এসপানিওলের বিপক্ষে কাতালান ডার্বির রাতে রিয়ালের চ্যালেঞ্জ ভ্যালেন্সিয়া। বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার পরীক্ষা নেবে রিয়াল। আর রাত পৌনে ১টায় মাঠে নামবেন মেসি-নেইমার-সুয়ারেজরা। উত্তাপ ছড়াতে পারে দুটি ম্যাচেই। লা লিগায় এসপানিওলের মাঠে সর্বশেষ ম্যাচে গোলশূন্য ড্র করে বার্সা। আর গত ফেব্রুয়ারিতে ভ্যালেন্সিয়ার মাঠে ১-২ গোলে হেরেছিল রিয়াল। ডার্বির আগে স্বস্তিতে বার্সেলোনা। কারণ মাঠে ফিরছেন নির্বাসনমুক্ত নেইমার। রেফারিকে ব্যঙ্গ করে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন বার্সা তারকা। লা লিগায় টেবিলে শীর্ষে লিওনেল মেসিরা। নয় নম্বরে এসপানিওল। কিন্তু বার্সেলোনার কাছে এই ম্যাচটার গুরুত্ব এল ক্লাসিকোর চেয়ে কম নয়। নেপথ্যে একই শহরের দুই ক্লাবের চিরকালীন শত্রুতা। তাই আগের ম্যাচে ওসাসুনার বিপক্ষে ৭-১ জয় ভুলে সাংবাদিক বৈঠকে বার্সা কোচ লুইস এনরিকে বলেছেন, ‘এসপানিওল সব সময়ই কঠিন প্রতিদ্বন্দ্বী। আমাদের সমস্ত শক্তি-দুর্বলতা ওরা জানে। ম্যাচটা একেবারেই সহজ হবে না।’ তবে মর্যাদার লড়াইয়ের আগে নেইমারকে নিয়ে যে স্বস্তি ফিরছিল, তা উধাও হয়ে গেল আন্দ্রেস ইনিয়েস্তা অনিশ্চিত হয়ে পড়ায়। চোটের জন্য শুক্রবার অনুশীলন করতে পারেননি বার্সা মিডফিল্ডার। কোচ এনরিকে বলেছেন, ‘নেইমার খেলার জন্য তৈরি।’ আর ইনিয়েস্তা? এনরিকে অবশ্য বলছেন, ‘ইনিয়েস্তার চোট রয়েছে। তবে খেলতে পারবে কি না, সেটা এখনই বলা সম্ভব নয়।’ রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিনেদিন জিদানও মনে রাখতে চান না ক্রিস্টিয়ানো রোনালদোসহ প্রথম দলের নয় জনকে বিশ্রাম দিয়েও দেপোর্তিভো লা করুনার বিরুদ্ধে পাওয়া ৬-২ ব্যবধানের জয়। যদিও মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কার জরিপে ৭৬ শতাংশ সমর্থক বলেছেন, দেপোর্তিভো ম্যাচের ‘বি দলই’ রোনালদো-বেনজেমাদের চেয়ে ভাল। তবে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে ‘এ দল’ কিংবা ‘বি দল’ তত্ত্ব উড়িয়ে দিয়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। তিনি বলেছেন, ‘আমার কোন ‘এ’ বা ‘বি’ টিম নেই। প্রত্যেক ফুটবলারই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ।’ এ ম্যাচের আগে রিয়াল ভক্তদের জন্য আপাতত সুসংবাদ যে, এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন অধিনায়ক সের্জিও র্যামোস। ইনজুরি কাটিয়ে অনুশীলন ক্যাম্পে ফিরেছেন সেন্ট্রাল ডিফেন্ডার রাফায়েল ভারানে। জিদান তার প্রিয় শিষ্য ক্রিস্টিয়ানো রোনালদোসহ তার সেরা অস্ত্রগুলোকে এ ম্যাচে ব্যবহার করতে পারেন বলেই জানিয়েছে মিডিয়া।

Uncategorizeds


শেয়ার