মহামারি করোনাভাইরাসের টিকা পেতে বিশ্বের বিভিন্ন দেশে পড়তে যাওয়ার অপেক্ষায় থাকা ২২ হাজারের বেশি শিক্ষার্থী পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধন করেছেন। শুক্রবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেল থেকে এ তথ্য জানা গেছে।
নিবন্ধনকৃত শিক্ষার্থীদের একটি বড় অংশ যাবেন চীনে। বৃহস্পতিবার (২৯ জুলাই) পর্যন্ত চীনে যাওয়ার অপেক্ষায় থাকা ৮ হাজার ৭১৫ শিক্ষার্থী করোনার টিকা নিতে নিবন্ধন করেছেন।
করোনা সেলের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল পর্যন্ত ২২ হাজার ৬৬০ শিক্ষার্থী নিবন্ধন করেছেন। এদের মধ্যে চীনগামী ৮ হাজার ৭১৫ জন, কানাডাগামী ২ হাজার ৮৪১ জন, যুক্তরাজ্যগামী ১ হাজার ৯০৫ জন, ভারতগামী ১ হাজার ৮৩১, জার্মানিগামী ১ হাজার ৩৯৫, মালয়েশিয়াগামী ১ হাজার ২৫৫ জন ও যুক্তরাষ্ট্রগামী ৬৩৩ জন শিক্ষার্থী।