ফটিকছড়ি দুই যুবকের বিদেশ যাওয়া হলোনা গেল প্রাণ সড়কে





শেয়ার

কামরুল সবুজঃ ফটিকছড়ি :

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় শাহাব উদ্দিন  (২৬) এবং দৌলত নামে (২২) ২ যুবক  নিহত হয়েছে।
 শাহাব উদ্দিন পিতা আব্দুল করিম, দৌলতখান পিতা মনু মিয়া  দুইজনের বাড়ি দাঁতমারা ইউপির ৪ নং ওয়ার্ডের চূড়া মনিতে।

৮ ই মে ( সোমবার)  সকাল ১০ টায় এই দূর্ঘটনা ঘটে ।

স্থানীয় সূত্রে জানা যায় শাহাব উদ্দিন এবং দৌলত খান মোটর সাইকেল যোগে হেয়াকো থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল ঢালার মুখ মাল্টা বাগানের নিকট পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা বাসের সাথে সংঘর্ষে মারাত্মক আহত হয় দুইজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে দুইজনকে।

নিহত দৌলত খানের বড় ভাই বলেন আমার ভাই এবং ফুফাতো ভাই শাহাব উদ্দিন হেয়াকো থেকে আসার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হন। তারা দুইজন কিছুদিন পর প্রবাসে পাড়ি জমাতো।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাকিম বলেন দুইজন যুবক নিহত হওয়ার ঘটনা শুনেছি।

সারাদেশ


শেয়ার