বিশিষ্ট রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় সমিতি (বাকবিশিস)। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে উল্লেখ করা হয়, পঙ্কজ ভট্টাচার্য ছিলেন ষাটের দশকের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা। একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি ছিলেন ন্যাপ-কমিউনিস্ট পার্টি- ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলাবাহিনীর সংগঠক। এছাড়াও তিনি ঐক্য ন্যাপ সভাপতি, সম্মিলিত সামাজিক আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা, প্রান্তিক জনগোষ্ঠী, সংখ্যালঘু ও আদিবাসীদের অকৃত্রিম বন্ধু প্রবীণ জননেতা হিসেবে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয় পঙ্কজ ভট্টাচার্য ‘৬২ শিক্ষা আন্দোলন, ‘৬৯ এর গণআন্দোলন, '৭১ এর মহান মক্তিযুদ্ধসহ দেশের সকল সামরিক এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভুমিকা পালন করেন। বাকবিশিস নেতারা উল্লেখ করেন, তাঁর মৃত্যুতে দেশের গণতন্ত্র ও শোষণমুক্তির লড়াইয়ে অপুরণীয় ক্ষতি হয়েছে। বিবৃতিতে প্রয়াতের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন জানানো হয়।