রাজধানীর তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় রিকশার গ্যারেজে কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ এক ব্যক্তি মারা গেছেন। তার নাম মো. আলম (২৩) । শনিবার রাত সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুরাগ এলাকা থেকে রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ আট জনের মধ্যে আলম নামে এক যুবক রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। এখনও সাত জন চিকিৎসাধীন আছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের চিকিৎসা চলছে।
এর আগে শনিবার দুপুরে তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় রিকশার গ্যারেজে কেমিক্যাল বিস্ফোরণে আট জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।