সীতাকুণ্ড লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ, পুরস্কারপপ্রাপ্ত লেখক, গবেষক ও শিক্ষাবিদ শিমুল বড়ুয়া সীতাকুণ্ড উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। জাতীয় সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে এডাডেমিক ফলাফল ও প্রশাসনিক দক্ষতা বিবেচনায় তাঁকে ২০২২ সালে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করা হয়। উল্লেখ্য, এর আগে ২০১৭ সালেও তিনি এই উপজেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন। এদিকে, অধ্যক্ষ শিমুল বড়ুয়া জাতীয় সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২২ উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক সাফিয়া সুলতানা আজিম, সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তা-কর্মচারীগণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অধ্যক্ষ শিমুল বড়ুয়ার এ অর্জন কলেজের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে বলে তাঁরা মনে করেন। তাঁরা অধ্যক্ষ শিমুল বড়ুয়ার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।