ষড়ঋতুর পালাবদলে এখন শীতকাল। এই ঋতুতে সমাজের গরীব, অসহায়, ইয়াতীম ও হতদরিদ্র মানুষগুলো দারিদ্রতার কারণে এই শীতকে মোকাবেলা করতে দারণভাবে হিমশিম খায়। শীতবস্ত্রের অভাবে প্রচন্ড শীতে অসহায় মানুষগুলো নানা রোগ-ব্যাধিতে ভোগতে থাকে। এই অসহায় মানুষগুলোর কথা চিন্তা করে প্রিসিলার আজকের এই মানবিক আয়োজন। আমি মনেকরি দরিদ্রদের কল্যাণে এভাবে প্রিসিলাদের মত মানবিক মানুষগুলো এগিয়ে এলে অসহায় মানুষগুলোর দারিদ্রতা ধীরে ধীরে কমতে থাকবে।’ কলাপাড়ার হতদরিদ্র জেলে পরিবারের মাঝে প্রিসিলা’র দেওয়া কম্বল পৌঁছে দিয়েছে “কলাপাড়া গ্র্যাজুয়েট ক্লাব’র সদস্যরা। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকালে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অসহায় পরিবারের মাঝে এসব কম্বল তুলে দেওয়া হয়।
উপকূলীয় এসব জনগোষ্ঠীর কাছে সচরাচর খুব একটা সহায়তা পৌঁছায় না। জীবনে প্রথম শীতবস্ত্র পেয়ে খুশি এই এলাকার মানুষ। তারা মন ভরে দোয়া করছেন প্রিসিলাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে আয়ের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন আমেরিকা প্রবাসী মাত্র ১৮ বছর বয়সী এই মানবিক কন্যা প্রিসিলা। এর আগে দেশের প্রত্যন্ত অঞ্চলে অসহায় পরিবারে টিউবওয়েল স্থাপনের মাধ্যমে ব্যাপক প্রশংসিত হন প্রিসিলা।
শুধু টিউবওয়েল স্থাপন আর শীতবস্ত্র বিতরণই নয়, গত কয়েক মাস ধরে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন প্রিসিলা।
এ সময় উপস্থিত সকলে প্রিসিলার এই মানবিক কার্যক্রমের জন্য তাঁকে ধন্যবাদ জানান।