দেশবিদেশ২৪ডেস্কঃ রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া যৌথখামার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে দুইজন পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতির সক্রিয় সোর্স কে একটি দেশীয় তৈরী অস্ত্র শর্টগান, এ্যামো, মোবাইল, আই ডি কার্ড সহ আটক করে।
কাপ্তাই জোনের অধীন বাঙালহালিয়া ক্যাম্পের ওয়ারেন্ড অফিসার হাফিজ ফয়সালের নেতৃত্বে গতকাল (১৭ নভেম্বর) বুধবার রাত ২ টায় যৌথ খামার এলাকা থেকে তাদের আটক করা হয় । তারা হলেন, উসাইং মারমা (৩০) মংচিউ মারমা (২৫) উভয় কে চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, সেনাবাহিনী দুইজন আসামীকে অস্ত্রসহ থানা জমা দেন। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের পর রাঙামাটি কোর্টে প্রেরন করা হবে।