আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) ঝালকাঠি জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম, সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজ সিকদার ও শিক্ষক আফজাল হোসেন।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের অলংকার। তিনি একটি পতাকা ও একটি মানচিত্র এনে দিয়েছেন। তাঁর ভাস্কর্য্যের প্রতি অবমাননা শিক্ষক সমাজ কোনভাবেই মেনে নিবে না।
বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়ে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ঢাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধীতাকারীদের আইনের আওতায় এনে গ্রেপ্তারের করেন শিক্ষক নেতৃবৃন্দ।