আজকের সর্বশেষ

ফটিকছড়ি পুরতান হালদা সেতু পরিদর্শনে মহাসড়ক বিভাগের সচিব,পুনঃনির্মানের আশ্বাস

বীজন নাট্য গোষ্ঠীর উদ্যোগে নাট্যজন আহাম্মদ কবীরের স্মরণানুষ্ঠান সম্পন্ন

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক-কর্মচারি সমিতি ফেডারেশন এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় কবিতা মঞ্চ'র সম্মাননা পেলেন কবি এম. এ. হাশেম আকাশ

সন্দ্বীপে উপনির্বাচনে মা'র উপর হামলার ঘটনায় বিচার না পেলে ছাত্রলীগ নেতার আত্মহত্যার হুমকি :থানায় মামলা

কক্সবাজার পৌর নির্বাচন: প্রতীক পেয়েই আচরণ বিধি লঙ্ঘন!

সন্দ্বীপ উপজেলার নতুন চেয়ারম্যান মিশন

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর বাকবিশিস'র স্মারকলিপি


সন্দ্বীপে হিফ্জুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত





শেয়ার

চট্টগ্রাম সন্দ্বীপে ইসলাহুল মুসলিমিন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ৫ নভেম্বর'২২ সাউথ সন্দ্বীপ হাই স্কুল মাঠে দিনব্যাপি হিফ্জুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে মোট ১৫ জনকে ক্রেস্ট, সনদ ও নগদ টাকা প্রদান করা হয়। যার মধ্যে ১-৩০ পারার ৩ জন, ১-২০ পারার ৫ জন এবং ১-১০ পারার ৭ জন। সন্দ্বীপের ২৯টি মাদ্রাসার মোট ৭৬ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আয়োজকেরা বলেন, 'হিফ্জুল কুরআন প্রতিযোগিতা সন্দ্বীপের শিক্ষার্থীদের মেধা বিকাশে ও প্রতিযোগিতামুলক মানসিকতা গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখবে এবং আজকের বিজয়ীরা একদিন জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করে সুনাম অর্জন করবে।' অংশগ্রহণকারি একজন প্রতিযোগীর অভিভাবক বলেন, 'এমন চমৎকার আয়োজনে কুরআন শিক্ষার প্রতি মানুষের আগ্রহ বাড়বে। আমরা এ প্রতিযোগিতাকে সাধুবাদ জানাই।' বিজয়ী এবং বিজয়ীদের শিক্ষকদের পুরস্কার বিতরণী শেষে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী মাহমুদ হুযাইফা এবং আল আমিন সাকি। ১-১০ পারা বিজয়ী, ১ম- মুহাম্মদ শাহিদুল ইসলাম ফাহিম (বায়তুল আমান মাদ্রাসা, বাউরিয়া), ২য়- মুহাম্মদ তাইব্যীব বিন শাহেদ (মাদ্রাসা আবু ওবাইদা রা:), ৩য়- মুহাম্মদ তারেক রহমান (বায়তুল আমান মাদ্রাসা, বাউরিয়া), ৪র্থ- মুহাম্মদ নাঈমুল হাছান (কাজিলখিল আল-ইসলাম আশরাফুল উলুম মাদ্রাসা, আজিমপুর), ৫ম- মুহাম্মদ মাহমুদুর রহমান (পশ্চিম মাইটভাঙ্গা হামিউস্ সুন্নাহ তাজবিদুল কুরআন মাদ্রাসা), ৬ষ্ঠ- মুহাম্মদ সাব্বির হোসেন সাজ্জাদ (মন্নান নাহার ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা, মগধরা), ৭ম- মুহাম্মদ সাদ বিন ফায়েজ (মাইটভাঙ্গা মীর মাঈনুদ্দীন ইসলামিয়া মাদ্রাসা) ১-২০ তম পারা বিজয়ী ১ম- মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন (কাজিলখিল আল-ইসলাম আশরাফুল উলুম মাদ্রাসা, আজিমপুর), ২য়- মুহাম্মদ আকিবুল ইসলাম (সন্দ্বীপ তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, হারামিয়া), ৩য়- মুহাম্মদ মিরাজ উদ্দীন তামিম (উসমান রা: মাদ্রাসা কমপ্লেক্স, সাউথ সন্দ্বীপ কলেজ গেইট), ৪র্থ- মুহাম্মদ মেহেদী হাছান (আল-মাদ্রাসাতুল ইসলামিয়া ওয়াদুদিয়া এতিম খানা কমপ্লেক্স, সাতঘরিয়া), ৫ম- মুহাম্মদ সাকিব (মাইটভাঙ্গা মীর মাঈনুদ্দীন ইসলামিয়া মাদ্রাসা) ১-৩০ তম পারা বিজয়ী ১ম- মুহাম্মদ জোনাইন ছিদ্দিকী আদনান (আল-মাদ্রাসাতুল আরাবিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা, পৌরসভা), ২য়- মুহাম্মদ রাগীব ফাতিন (আল-মাদ্রাসাতুল ইসলামিয়া ওয়াদুদিয়া এতিম খানা কমপ্লেক্স, সাতঘরিয়া),৩য়- মুহাম্মদ আবদুর রহিম (উসমান রা: মাদ্রাসা কমপ্লেক্স, সাউথ সন্দ্বীপ কলেজ গেইট)।

সন্দ্বীপ


শেয়ার

আরও পড়ুন