সন্দ্বীপের দরিদ্র-অসহায় মানুষের কল্যাণে সহায়তা তহবিল প্রাপ্তি প্রসঙ্গে





শেয়ার

 

প্রিয় সন্দ্বীপবাসী

আস্সালামু আলাইকুম

 

সন্দ্বীপের প্রাচীনতম সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি

সন্দ্বীপ, চট্টগ্রাম তথা বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে স্বীকৃত হাজার বছরের পুরানো বিচ্ছিন্ন এই দ্বীপের রয়েছে গৌরবোজ্জ্বল বিস্তৃত ইতিহাস প্রকৃতির অপরুপ সৌন্দর্যে ঘেরা প্রাচীন ঐতিহ্যে ভরপুর সন্দ্বীপে জন্মেছেন সপ্তদশ শতকের বাংলা সাহিত্যের মহা কবি কবি আবদুল হাকিম, সর্ব ভারতীয় কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড মোজাফ্ফর আহমদ, বিপ্লবী লাল মোহন সেন, প্রখ্যাত সাংবাদিক ওয়ালিউল্লাহ (অলীগান্ধী), পাকিস্তান গণ পরিষদের প্রথম সদস্য রাজকুমার চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বশির উল্লাহ্ সাব রেজিষ্টার, রাখাল রাজা দেলোয়ার হোসেন খাঁ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান আইনজীবী মোজাম্মেল হোসেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক আবুল কাসেম সন্দ্বীপী, কবি বেলাল মোহাম্মদ, বাংলাদেশের সিরামিক শিল্পের জনক সাবেক সাংসদ এম ওবাইদুল হক, সাবেক সাংসদ কে এম রফিকুল্লাহ চৌধুরী, সাবেক সাংসদ আইনজীবী শামসুল হুদা, সাবেক এমপি মোস্তফা কামাল পাশা, দ্বীপবন্ধু নামে খ্যাত সাবেক এমপি মোস্তাফিজুর রহমান এর মত অগণিত জাতীয় আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্ব সদ্বীপে বর্তমানে জনসংখ্যা প্রায় সাড়ে লক্ষ এই জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থান করছেন বহু শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে শিল্প উদ্যোক্তা হিসেবে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অবদান রেখে আসছেন শত শত সন্দ্বীপী শুধু তাই নয় শিক্ষা সাংস্কৃতি, ব্যাংক, বীমা সরকারী বেসরকারী কর্মকর্তা হিসেবে দেশ বিদেশে নানাবিধ পেশায় সন্দ্বীপীরা দক্ষতার সাথে নেতৃত্ব দিয়ে আসছেন অন্যদিকে দেশের অর্জিত বৈদেশিক রেমিটেন্সের শতকরা ১১ ভাগ শুধুমাত্র প্রবাসী সন্দ্বীপীরাই যোগান দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ঐতিহ্যবাহী দ্বীপের জ্ঞানী-গুণী, খ্যাতিমান মনিষীদের হাতেগড়া সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম এই এসোসিয়েশনের রয়েছে সুদীর্ঘ ৭০ বছরের ইতিহাস ১৯৪৭ সালের কোন এক মহেন্দ্র ক্ষণে সমুদ্র ঘেরা দ্বীপের আলোকিত সন্তানেরা মূল ভূ-খন্ডের বাইরে গিয়ে নিজেদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ সমূদ্রবেষ্টিত দ্বীপের অবহেলিত মানুষের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রাখার জন্য প্রতিষ্ঠা করেছেন চট্টগ্রামে অবস্থানরত সন্দ্বীপ বাসীদের সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম

এরই ধারাবাহিকতায় বর্তমান কার্যনির্বাহী কমিটি সন্দ্বীপের অসহায় দরিদ্র মানুষের কল্যাণে আরো কার্যকর ভূমিকা রাখতে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি কল্যাণমূখী প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে সন্দ্বীপের বিভিন্ন দরিদ্র মানুষ টাকার অভাবে অনেক সময় স্বজনদের চিকিৎসা করাতে পারে না এভাবে অনেক দরিদ্র পরিবারের মেয়েদের টাকার অভাবে বিয়ে হয় না আবার অনেক গরিব পরিবারের ছেলে-মেয়েরা টাকার অভাবে লেখা-পড়া করতে পারে না এছাড়াও সন্দ্বীপের মানুষ আরো নানা কারণে আর্থিক সংকটে পড়ে আমাদের শরনাপন্ন হয় কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ তহবিল না থাকায় ইচ্ছা থাকা সত্বেও আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি না অপরদিকে গত বছর করোনাকালে বিগত কমিটি চট্টগ্রামস্থ অসহায় সন্দ্বীপবাসীকে প্রায় পাঁচ লক্ষাধিক মূল্যের ত্রাণ সামগ্রি বিতরণ করেছেন কিন্তু বছর করোনাকালে পর্যাপ্ত তহবিল না থাকায় আমরা সন্দ্বীপের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারিনি তাই সন্দ্বীপের বিত্তবানদের প্রতি আমাদের আকুল আবেদন মানবিক বিষয়টি চিন্তা করে আপনারা সন্দ্বীপ এসোসিয়েশনের নিন্মোক্ত ব্যাংক হিসাব সমূহে সহযোগিতার জন্য অর্থ পাঠালে আমরা প্রকৃত অসহায় ব্যাক্তিদের সহযোগিতা করতে পারব সাথে সাথে আপনার সহযোগিতার টাকাও যথাযথভাবে মূল্যায়িত হবে একইভাবে চট্টগ্রামস্থ সন্দ্বীপবাসীদের জন্য চট্টগ্রামে একটি কবরস্থান নির্মাণ, চট্টগ্রামের সুবিধাজনক স্থানে সন্দ্বীপ এসোসিয়েশনের পক্ষ হতে সন্দ্বীপবাসীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত একটি সন্দ্বীপ ভবন নির্মাণ এবং সম্মিলিতভাবে যাকাত আদায় পূর্বক অভিজ্ঞ আলেমদের সমন্বয়ে যাকাত বোর্ডের পরামর্শ অনুযায়ী যাকাতের অর্থ বন্টন করে যাকাতের মূলব্রত দারিদ্র বিমোচনের ব্যবস্থা গ্রহণ করা প্রত্যেকটি প্রকল্পের ফান্ডের জন্য পৃথক ব্যাংক হিসাব খোলা হয়েছে, যা নিন্মে উল্লেখ করা হল আপনাদের স্বতঃস্ফুর্ত আর্থিক সহযোগিতায় উল্লেখিত প্রকল্প সমূহ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী এখানে আরো উল্লেখ্য সন্দ্বীপের ইতিহাস, ঐতিহ্য, সন্দ্বীপবাসীর জীবনধারা, বর্তমান সন্দ্বীপের বাস্তব অবস্থা এবং এসোসিয়েশনের দৈনন্দিন কার্য বিবরণী উল্লেখ করে একটি ওয়েবসাইট তৈরির কাজ চলমান আছে আশা করছি আগামী এক মাসের মধ্যে আপনারা উক্ত ওয়েবসাইট দেখতে পাবেন

দেশ বিদেশে অবস্থানরত সন্দ্বীপবাসীরা সরাসরি অনুদান প্রদানের নিমিত্তে নিন্মোক্ত ব্যাংক হিসাব নাম্বারগুলো প্রদত্ত হলো:

সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম এর হিসাবের শিরোনাম নাম্বার:

সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম জেনারেল ফান্ড (সহায়তা তহবিল) : ০৮৩৩৪০১০০৭৪২১ সোনালী ব্যাংক লিঃ, হালিশহর হা/ শাখা, চট্টগ্রাম

সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম যাকাত ফান্ড    : ০৮৩৩৪০১০০৯৪৬৪ সোনালী ব্যাংক লিঃ, হালিশহর হা/ শাখা, চট্টগ্রাম

সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম কবরস্থান ফান্ড             : ০৮৩৩৪০১০০৯৪৬৩ সোনালী ব্যাংক লিঃ, হালিশহর হা/ শাখা, চট্টগ্রাম

সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম বিল্ডিং ফান্ড     : ০৮৩৩৪০১০০৭৪২০ সোনালী ব্যাংক লিঃ, হালিশহর হা/ শাখা, চট্টগ্রাম

 

ধন্যবাদান্তে

 

(এডভোকেট এম বারী)

সভাপতি

সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম 

সন্দ্বীপ


শেয়ার

আরও পড়ুন