মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনগনের রায় পেলে মানুষের সেবায় বদ্ধপরিকর --- সাংবাদিক ইসমাইল হোসেন মনি
কেফায়েতুল্লাহ কায়সার
০৫ মার্চ ২০২১, ১০:৩৮ অপরাহ্ন
শেয়ার
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সন্দ্বীপ মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী বিজয় টিভির সাংবাদিক ইসমাইল হোসেন মনি'র পথসভা অনুৃষ্ঠিত হয়েছে। স্থানীয় জমুনিয়া মাদ্রাসা থেকে যাত্রা শুরু করে ইউনিয়নের বিভিন্ন হাট বাজার পদক্ষিন করে এবং বিভিন্ন স্থানে জনগনের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি।সাংবাদিক ইসমাইল হোসেন মনি একজন বীর মু্ক্তিযোদ্ধার সন্তান। তিনি ২০০৭ সালে লিটল ম্যাগাজিন সম্পাদনার মধ্যদিয়ে সাহিত্যাঙ্গনে আত্মপ্রকাশ করেন।পরে সাংবাদিকতার মত কঠিন দ্বায়িত্ব ন্যায় নিষ্ঠার সাথে পলন করে সন্দ্বীপের অনেকগুলো অসঙ্গতি, সমস্যা সম্ভাবনার কথা কলম খোচায় তুলে ধরে সসন্দ্বীপের সাধারণ মমানুষের মমনে জজায়গা ককরে ননেন। অসহায় মানুষরা যেখানে নিপিড়িত ঠিক সেখানে তার যার সাংবাদিকতার শক্তিকে কাজে লাগিয়ে সে নিপিড়িত মানুষকে বুকে জড়িয়ে সু-বিচার পাইয়ে দিতে প্রানে পনে চেষ্টা করেন তিনি। আগামী নির্বাচনে জনগনের রায় পেলে মানুষের সেবায় বদ্ধপরিকর এ প্রার্থী।