চবি’র ভর্তি পরীক্ষা শেষে বাড়ি ফেরা হল না সিয়ামের





শেয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে বাড়িতে ফেরা হল না  সিয়াম আহমেদ (১৮) এর। বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয় সে।

চুয়াডাঙ্গা জেলার বেগমপুর পাড়ার আব্দুর রহিমের ছেলে সিয়াম। চবির ‘বি ‘ইউনিটের পরীক্ষার্থী ছিল সিয়াম।

পারিবারিক সূত্রে জানা যায়, সিয়াম আহমেদ পরীক্ষা শেষে চট্টগ্রাম থেকে বাড়িতে ফেরার পথে গতকাল রাত আনুমানিক ৯ টায় মাগুরার পাশে হাট-গোপালপুর থেকে Golden Line বাসে করে বাড়িতে ফিরছিলেন। এসময় ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর আহত হলে তাকে ঝিনাইদহ সরকারি হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে হস্তান্তর করে। মেডিকেলে নেওয়ার পথে ফরিদপুর জেলার ভাঙ্গা বাজারে যাওয়ার পথে  আনুমানিক রাত সাড়ে ৩ টায় মারা যায় সিয়াম ।

জানা যায়, সিয়াম চুয়াডাঙ্গার বদরগন্জ বাকি বিল্লাহ কামিল মাদ্রাসা থেকে ২০২২ আলিম পরীক্ষা দিয়েছে। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের মাতম চলছে।

শিক্ষা ও সাহিত্য


শেয়ার