সরকারি ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের ৭৭৭ জন শিক্ষকের দীর্ঘ ৩৪ মাস বেতন না-পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সরকারি ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক-সংকট নিরসনে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (স্টেপ) অধীনে নিয়োগ পাওয়া ৭৭৭ জন শিক্ষকের চাকুরি রাজস্ব খাতে অন্তর্ভুক্তির প্রক্রিয়া অভাবনীয়ভাবে দীর্ঘায়িত করার কারণে তাঁদের বেতন দীর্ঘ ৩৪ মাস ধরে বন্ধ থাকার বিষয়টি অযৌক্তিক ও অমানবিক। দীর্ঘ সময় ধরে বেতন না পাওয়া এইসব শিক্ষকদের পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন। বিবৃতিতে উল্লেখ করা হয় যথাযথ সরকারি প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের বেতন দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা রীতিমত মানবাধিকার লঙ্ঘনের শামিল। তারা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকদের এই সমস্যা দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।