‘‘সাংবাদিকতা সমাজের দর্পন,সমাজের আইকন”





শেয়ার

সাংবাদিকতা শ্রদ্ধার জায়গা, ভালোবাসার জায়গা, প্রতিমুহুর্তে ঝুঁকি নেওয়ার জায়গা। কিন্তু একজন সাংবাদিক তার ব্যক্তিত্বের জায়গায় সচেতন না হলে 'সাংবাদিক' শব্দটা নিয়ে অনেকে উপহাস করার সুযোগ পেয়ে যায় এবং অবশ্যই ব্যক্তিত্বহীন ব্যক্তি দূরত্ব বজায় রাখুন।

 

সাংবাদিকতা মানে কারো প্রেসরিলিজ নিয়ে দৌড়ানো না । এটা বিশাল জগৎ। একজন সাংবাদিক একজন গবেষকও বটে। সমাজ ও রাষ্ট্রের নানা দিক নিয়ে অনুসন্ধিৎসু দৃষ্টিভঙ্গি যেমন তার থাকা উচিৎ তেমনি নিজ নিজ জায়গা থেকে কথা বলার সৎসাহস তার থাকবে এটাও সবাই প্রত্যাশা করে।

 

একজন সাংবাদিক গ্রেফতার হবে, সাংবাদিকের উপর হামলা হবে, সাংবাদিক লাঞ্ছিত হবে, সাংবাদিক মিথ্যা মামলায় বা সত্য মামলায় হয়রানীর শিকার হবে, অ্যাসাইনমেন্টে গিয়ে হয় পুলিশের লাঠির আঘাতে বা পিকেটারের পাথরের আঘাতে আহত হবে, বাসায় হামলা হবে,খুন হবে- এরকম অনেক ঘটনাই একজন সাংবাদিকের জীবনে ঘটতে পারে। যে সাংবাদিক হয়েছে সে এটা জানে। জেনে শুনেই সাংবাদিক সাংবাদিকতা করে বরং এটাও তার ক্যারিয়ারের বড় প্রাপ্তি।

 

মুজিব উল্ল্যাহ্ তুষার 

সাংবাদিক,সংগঠক ও সমাজকর্মী।

মুক্তমত


শেয়ার