তিশার সঙ্গে ডিনারের সুযোগ





শেয়ার

তানজিন তিশাকে মুগ্ধ করতে পারলেই তার সঙ্গে ডিনারে যাওয়ার সুযোগ পাবেন। আর এজন্য ‘স্টুডিও এক্স প্রেজেন্টস ইম্প্রেস তানজিন তিশা উইথ অ্যামেরিকান স্টাইল’ শিরোনামে ক্যাম্পেইনে অংশগ্রহণ করে তিশাকে ইম্প্রেস করতে হবে। তিশা বলেন, স্টাইলিশ ভক্ত খুঁজে বের করতে এই ক্যাম্পেইনে অংশ হতে পেরে আমি আনন্দিত।

বিনোদন


শেয়ার