‘ইউরোপিয়ান সুপার লিগে খেললে, জাতীয় দলে খেলা যাবে না’ উয়েফার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। উয়েফার চোখ রাঙানি উপেক্ষা করে খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে তারা।
সুপার লিগ চালুর ঘোষণা আসার পর থেকেই একের পর এক কঠিন বক্তব্য দিয়ে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের হর্তাকর্তা, উয়েফা। ঘরোয়া আসর এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে ক্লাবগুলোকে বাদ দেয়ার প্রস্তাব করেছে তারা। পাশাপাশি যেসব ফুটবলার এ বিদ্রোহী লিগে খেলবে তাদেরকে জাতীয় দলেও নিষেধাজ্ঞা দেয়া হবে বলে জানায় তারা। এরপরই নড়েচড়ে বসে ফিফপ্রো।
তারা জানায়, উয়েফার এমন বক্তব্য কোনভাবেই খেলোয়াড়ি মনোভাবের সঙ্গে যায় না। এছাড়া এরকম কোন নিষেধাজ্ঞা দেয়া হলে তা ফুটবল বিশ্বে কি বিরূপ প্রভাব ফেলবে সেটাও ভেবে দেখতে বলেছে উয়েফাকে। সুপার লিগ কর্তৃপক্ষকেও ফুটবলারদের ব্যবহার না করার হুঁশিয়ারি দিয়েছে তারা। ফুটবলারদের স্বার্থ বিরোধী কোন সিদ্ধান্ত মেনে নেয়া হবে না বলেও জানিয়েছে ফিফপ্রো কর্তৃপক্ষ।