বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে সবচেয়ে বিপজ্জনক ফুটবলার উল্লেখ করে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমা বলেছেন, তিনি জ্বলে উঠলে রিয়াল মাদ্রিদের জন্য এল ক্লাসিকো জেতা কঠিন হবে।
স্থানীয় সময় শনিবার রাতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
মেসির সঙ্গে দ্বৈরথটা সব সময়ই খুব উপভোগ করেন এই ফরাসি স্ট্রাইকার। তার চোখে আর্জেন্টাইন তারকা বার্সেলোনার সবচেয়ে বিপজ্জনক ফুটবলার। কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও, ভালো খেলেই দলকে জয় উপহার দিতে চান বেনজেমা। এদিকে, বেনজেমার মতোই মেসির প্রশংসায় পঞ্চমুখ তার বার্সেলোনা সতীর্থ পেদ্রি।
করোনায় নাকাল জনজীবন। প্রতিদিন ঝরছে প্রাণ। জনমনে স্বস্তি নেই এতটুকুও। এরমধ্যেই সবার মাঝে উত্তাপ ছড়াতে হাজির রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। মৌসুমের প্রথম এল ক্লাসিকো দেখতে মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা। রোমাঞ্চ ছড়াতে প্রস্তুত ফুটবলাররাও।
লা লিগায় এবারের এল ক্লাসিকো বেশ গুরুত্বপূর্ণ রিয়াল ও বার্সা দু’দলের জন্য। লিগে ২৯ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বার্সেলোনা। ৬৩ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল। শীর্ষ থাকা অ্যাতলেটিকোর সংগ্রহ ৬৬ পয়েন্ট। এ দুই দলের লড়াইয়ে যে জিতবে সেই এগিয়ে যাবে শিরোপার দৌড়ে।
উক্ত ম্যাচকে ঘিরে রিয়াল মাদ্রিদ ফ্যান অভি হোসাইন বলেন, ম্যাচ জিতবে রিয়াল মাদ্রিদ। আর ম্যাচে সর্বোচ্চ রেটিং পয়েন্টের অধিকারী হতে পারে লিওনেল মেসি। কারণ, সে প্লে-মেকার,ফরোয়ার্ডার,স্ট্রাইকার। আমাদের রামোস ও ভারানে নাই। তবুও আমাদের আশা নাচো আর মিলিটও কে ঘিরে। আর আমাদের মূল শক্তি মিডফিল্ড যেখানে আমরা বার্সা থেকে এগিয়ে।
ফুটবল বিশ্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই অনেকই আছে। কিন্তু স্পেনের ফুটবলে রিয়াল-বার্সা দ্বৈরথকে সব কিছুর চেয়ে এগিয়ে রাখতে চান রিয়াল স্ট্রাইকার করিম বেনজেমা। তার মতে এল ক্লাসিকোই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দ্বৈরথ।
রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমা বলেন, ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা আরও অনেক লিগের খেলাই আমরা প্রতিনিয়ত দেখে থাকি। কিন্তু আমার কাছে রিয়াল-বার্সার মধ্যকার এল ক্লাসিকোকেই সেরা মনে হয়। এর পরতে পরতে ছড়িয়ে থাকে রোমাঞ্চের ছোঁয়া।
২০০৯ সাল থেকেই রিয়ালের জার্সিতে খেলছেন বেনজেমা। ১৮৭ গোল করেছেন ৩৭৪ ম্যাচে। এ মৌসুমে লা লিগায় তার গোল ১৮টি। রিয়ালের অন্যতম নির্ভরতার প্রতীক এই ফরাসি তারকা। রিয়ালে যোগ দেয়ার পর থেকেই বার্সেলোনা তারকা মেসির সঙ্গে দ্বৈরথটা বেশ উপভোগ করেন বেনজেমা।
বেনজেমা আরও বলেন, আমার চোখে বার্সেলোনার সেরা তারকা মেসি। সে জ্বলে উঠলে ভেন্যু যেখানেই হোক না কেন ম্যাচ জেতা কঠিন। ওর সঙ্গে লড়াইটা বেশ উপভোগ করি আমি। ও থাকলে জমে ওঠে ম্যাচ।
প্রতিপক্ষ দলের হয়েও মেসির খেলা উপভোগ করেন বেনজেমা। আর সেখানে নিজের দলের সতীর্থদের কাছে মেসি কতটা প্রিয় এল ক্লাসিকোর আগে গণমাধ্যমে জানিয়েছেন বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি। মাঠে মেসি সবসময়েই নাকি তাকে ভালো খেলার জন্য অনুপ্রেরণাও যোগান। স্নেহ-মমতা দিয়ে আগলে রাখেন আর্জেন্টাইন তারকা।