চট্টগ্রাম পতেঙ্গা ভিআইপি সড়কে রাত ৯ টা ২০ মিনিটের নাগাদ বেপরোয়া ভাবে আসা ফেনীর দাউদপোল সাদ্দাম পরিবহনের একটি ট্রাকের চাকায় পা তেতলে গেছে এক মানসিক ভারসাম্যহীন লোকের।
দূর্ঘটনার সাথে সাথে ড্রাইভার পালিয়ে যান। স্থানীয়দের তৎপরতায় হেলপার পালাতে পারেননি। তাৎক্ষণিক পতেঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে আসেন এবং আহত ব্যাক্তিকে চিকিৎসার জন্য মেডিকেলের উদ্দেশ্য নিয়ে যান।
সাদ্দাম পরিবহনেে সাথে দেশবিদেশ২৪ যোগাযোগ করার পর তারা আশ্বস্ত করেন উক্ত আহত ব্যাক্তির চিকিৎসার ভার তারাই বহন করবেন।
প্রত্যক্ষদর্শী যুবক সাইফ আলী খান জানান, ট্রাকটি উনার পা উপর চালিয়ে দেওয়ার পর ড্রাইভার পালিয়ে যায় এবং তাদের তৎপরতায় হেল্পার পালাতে পারেনি। তারা অক্ষত অবস্থায় হেল্পারকে পুলিশ কাছে সোপর্দ করেন।