২৭ রমজান, ১৯ এপ্রিল বুধবার পবিত্র শবেকদরের দিনে ইফতার শেষে ঈদবস্ত্র বিতরণ, ইফতারী বিতরণ এবং এতিম ও অস্বচ্ছলদের সাথে নিয়ে ইফতার কর্মসূচি সমাপ্ত করলেন চট্টগ্রাম সিটি কর্পোশেনের সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম। বুধবারের এই সমাপ্ত কর্মসূচিতে ইফতার পূর্ব বক্তব্যে সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম বলেন, পবিত্র রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। পবিত্র লাইলাতুল কদর এই মাসকে আরো মহিমান্বিত করেছে। তিনি বলেন, আলহাজ¦ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ¦ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ট্রাস্ট, সমাজসেবা, ধর্মীয় সেবা, শিক্ষা সহ মানবতার কল্যাণে নিবেদিত দুটি সেবাধর্মী প্রতিষ্ঠান এই দুটির মাধ্যমে ৩১টি মসজিদ, ২টি ডিগ্রি কলেজ, ৬টি উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সহ অসংখ্য এতিমখানা, হেফজখানা, দাতব্য চিকিৎসালয়, মাজার ও মক্তব ইত্যাদি সহ ৯৩টি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। পবিত্র রমজান মাসে ৪০ হাজার রোজাদার, ৫০ হাজার দুঃস্থদের সেবা, চিকিৎসা সেবা এবং প্রতিদিনের ইফতারে এতিম হাফেজ সহ ২৭ রমজান পর্যন্ত ৩ হাজার এতিম শিক্ষার্থীকে ঈদবস্ত্র দেয়া হয়েছে। সাবেক এ মেয়র বলেন, পবিত্র রমজান উপলক্ষে ৫ হাজার দুঃস্থদের মাঝে ঈদবস্ত্র প্রদান করা হয়েছে। পবিত্র ২৭ রমজান এসব কর্মসূচির সমাপ্তি টানা হলো। এ সময় আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আলহাজ¦ মোহাম্মদ নিজামুল আলম, নির্বাহী পরিচালক আলহাজ¦ মোহাম্মদ সরোয়ার আলম, পরিচালক আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ¦ মোহাম্মদ সাহিদুল আলম সহ আলেম-ওলামা ও সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।