রাজধানীর শাহবাগে মো. সাজ্জাদ হোসেন নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিস ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। রোববার (০৬ জুন) পৌনে ৪টায় শাহবাগ পুলিশ বক্সের সামনে বিআরটিসি বাসে ওঠার সময় ভিড়ের মধ্যে এ ঘটনা ঘটে।
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ওই ছাত্র জানান, তার সঙ্গে থাকা মানিব্যাগটি নিয়ে ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়। ব্যাগে নগদ ৩ হাজার টাকা, জাতীয় পরিচয়পত্র, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, বাসার চাবিসহ আরও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।
এ ব্যাপারে শাহবাগ থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী। শাহবাগ থানার ডিউটি অফিসার নাসির জানিয়েছেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় থাকে সাজ্জাদ হোসেন। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর গ্রামের মাসুদ রানার ছেলে। শাহবাগ থেকে কাঁঠালবাগানের বাসার উদ্দেশে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।