প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে চবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ





শেয়ার

রাজশাহীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিএনপি নেতা সাঈদের কুশপূত্তলিকা দাহ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিএফসি গ্রুপের নেতাকর্মীরা । আজ সন্ধ্যা ৭.৫০ টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি মির্জা খবির সাদাফ এর নেতৃত্বে শাহ আমানত হল ও শহীদ আব্দুর রব হল ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেয় ।
এ সময় তারা বিএনপি নেতা সাঈদের বিচার দাবি করেন ।
 বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব সোপান বলেন " প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে জামাত  বিএনপি অনবরত শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে । তবে তরুণ সমাজ ও ছাত্র সমাজ মিলে এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে । "
উক্ত বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি শরিফ উদ্দিন , উপ দপ্তর সম্পাদক রমজান হোসাইন, উপদপ্তর সম্পাদক আরাফাত রায়হান , ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত সহ  একাধিক নেতা ও তৃণমূল কর্মী ।

জাতীয়


শেয়ার