> "এই ডিসেম্বরে"
লেখক - অজয় বড়ুয়া
এই ডিসেম্বরে
খুব মনে পড়ে
নিদারুণ স্মৃতির কথা-
করুণ চিৎকার
কষ্টের আর্তনাদ
স্মরণে দেয় খুব ব্যাথা।
অপরাধ কি ছিল?
এত প্রাণ কেন নিল?
নিল মা বোনের ইজ্জত!
লুন্ঠন দস্যুতা
নিষ্ঠুর সে হত্যা
নষ্ট তাদের হিম্মত।
বাঙালীরা অবশেষে
হয় এক শেষে এসে
যোদ্ধ করে আনে জয়-
ছলে বলে সুকৌশলে
পাকদের ফেলে কলে
স্বদেশ করে মধুময়।