১ অক্টোবর থেকে ডিএনসিসিতে ব্যাটারিচালিত যান চলাচল নিষিদ্ধ





শেয়ার

আগামী ১ অক্টোবর থেকে ব্যাটারিচালিত যান চলাচল নিষিদ্ধ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গত বুধবার (১৪ অক্টোবর) 

কয়েকটি গণমাধ্যমে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন অঞ্চলে অসংখ্য অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। এতে মূল্যবান জাতীয় সম্পদ বিদ্যুতের অপচয় হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার প্রয়োজনীয় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া মাসিক করপোরেশন সভায় কাউন্সিলররা অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন।

 

যার পরিপেক্ষিতে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আগামী ১ অক্টোবরের মধ্যে অবৈধ ব্যাটারিচালিত যান চলাচল বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করা হলো।

এই ঘোষণার ব্যত্যয় ঘটলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা পুলিশের সহায়তায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

জাতীয়


শেয়ার