আগামী ১০ই জুলাই দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। গতকাল সন্ধ্যায় হিজরি ১৪৪৩ সনের জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৯ই জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে। পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৮ই জুলাই। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে ঈদুল আজহা উদ্যাপিত হয়। পবিত্র ঈদুল আজহার দিনে ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি দিয়ে থাকেন। ঈদুল আজহা উপলক্ষে দেশে ১০ এবং ১১ই জুলাই সরকারি ছুটি থাকবে। এর আগের দুইদিন শুক্র ও শনিবার হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একটানা ৪দিন ছুটি ভোগ করতে পারবেন