চীন এবং বাংলাদেশের বন্ধুত্বস্বরূপ অতি শিগগিরই চীন বাংলাদেশকে আরও ১০ লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার দিতে যাচ্ছে। কোভিড মোকাবিলায় চীন তার বন্ধু প্রতিবেশী বাংলাদেশের পাশে সব সময়ই আছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আয়োজিত এক ভার্চুলায় আলোচনা অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত লি এ তথ্য জানান।
এছাড়াও আগামীকাল ক্রয়সূত্রে দুটি পৃথক উড়োজাহাজে আগামীকাল শনিবার (১৭ জুলাই) চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা আসছে বলে জানা যায়।
চীন থেকে এই ১০ লাখ ডোজ টিকা উপহার পাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ চীনের থেকে উপহারস্বরূপ ২১ লাখ ডোজ টিকা পাবে। কেবল উপহারই নয় চীনের সাথে করা চুক্তির ভিত্তিতে বাংলাদেশ চীন থেকে দেড় কোটি সিনোফার্মের টিকা কিনবে বলে জানা যায়। গত সপ্তাহেই বাংলাদেশ নতুন ১৫ লাখ ডোজ টিকা কেনার জন্য চীনের সাথে চুক্তিবদ্ধ হয়।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে ফাইজার, মর্ডানা এবং সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।