হেফাজতে ইসলাম বাংলাদেশের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন দলটির আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী।
সম্প্রতি কিছু ঘটনাকে নিয়ে বেশ আলোচনা ও সমালোচনা হয় উক্ত দলের। একে একে গ্রেফতার হন সংগঠনটির শীর্ষ নেতারা। সবশেষে সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রোববার (২৫ শে এপ্রিল) হাটহাজারী মাদ্রাসার এক সভায় এই ঘোষণা দেন দলটির আমির বাবুনগরী।
তিনি বলেন, " দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্বপূর্ণ সদস্যদের পরামর্শক্রমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে আবার হেফাজতের কমিটির কার্যক্রম শুরু হবে বলেও তিনি উল্লেখ করেন।"