চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্যদের নিয়ে প্রথমবারের মতো মিলনমেলা অনুষ্ঠিত





শেয়ার

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য ও ডোনার সদস্যদের নিয়ে প্রথমবারের মতো মিলনমেলা অনুষ্ঠান গতকাল ১১/০৩/২০২৩ তারিখ শনিবার নগরীর নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের কৃতী সন্তান, বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক জনাব এম এ মালেক। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদের প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী বিজিএমইএ নেতা এম এ সালাম, সাবেক লায়ন জেলা গভর্ণর আলহাজ¦ রফিক আহমেদ, নাসির উদ্দিন চৌধুরী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, হাসপাতালের সাবেক জেনারেল সেক্রেটারী ডাঃ খুরশিদ জামিল চৌধুরী, সাবেক পরিচালক লেঃ কর্নেল (অবঃ) নজরুল ইসলাম চৌধুরী, শিশু স্বাস্থ্য বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ এন আই খান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রধান শিক্ষা কর্মকর্তা মির্জা মোঃ শহীদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, ইঞ্জিনিয়ার রেজাউল করিম চৌধুরী, সিএন্ডএফ এসোসিয়েশনের এডভাইজার মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম জোসেন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ডাঃ মোঃ রেজাউল করিম, আশফাক আহমেদ, আমিনুর রহমান ও ¯েøাগান পত্রিকার সম্পাদক মোঃ জহির। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, আমি নিজেই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের একজন আজীবন সদস্য এবং চট্টগ্রামেরই সন্তান। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্যদের এই বিশাল মিলনমেলায় এসে আমি খুবই আনন্দিত। আজকের এই বিশাল মিলনমেলা এই হাসপাতালের প্রতি আপনাদের ভালবাসার প্রতিফলন। চট্টগ্রাম মা  ও শিশু হাসপাতাল চিকিৎসা সেবায় চট্টগ্রামবাসীর একটি আস্থার প্রতিষ্ঠান। চট্টগ্রামের মানুষ খুবই কম খরচে এই হাসপাতালে চিকিৎসা সেবা পেয়ে থাকেন। করোনাকালে আপনারা করোনা রোগীদের চিকিৎসা সেবায় যে ভ‚মিকা রেখেছেন চট্টগ্রামবাসী আজীবন কৃতজ্ঞতার সাথে আপনাদের স্মরণ করবে। তিনি আরো বলেন, মা ও শিশু হাসপাতাল ইতোমধ্যে চিকিৎসা সেবায় অনেক উন্নতি করেছে। আমি আশা করি আপানারা আরো সামনের দিকে এগিয়ে যাবেন এবং  বাংলাদেশের অন্যতম সেরা হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত হবেন। তিনি বলেন, মা ও শিশু হাসপাতালের জন্য আমার সহযোগীতা অতীতেও ছিল, ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মিলনমেলা উপলক্ষে তিনি সকল সম্মানিত আজীবন সদস্যগণকে আন্তরিক শুভেচ্ছা জানান। বিশেষ অতিথি দৈনিক আজাদী সম্পাদক জনাব এম এ মালেক বলেন, আমরা মা ও শিশু হাসপাতালের অধীনে একটি আন্তর্জাতিকমানের ক্যান্সার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছি। সকলের সহযোগীতায় আমরা এই হাসপাতালের নির্মাণ কাজ অনেক দূর এগিয়ে নিয়েছি। এই ক্যান্সার হাসপাতাল নির্মাণে ১৩০ কোটি টাকা ব্যয় হবে। তিনি সকল আজীবন সদস্য ও চট্টগ্রামবাসীকে এই ক্যান্সার হাসপাতাল নির্মাণে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান। প্রত্যেকের যার যার অবস্থান থেকে সহযোগীতা করার জন্য তিনি আহবান জানান। তিনি আরো বলেন, কারো দানকে আমরা ছোট করে দেখবোনা। আমরা চাই সকলের সম্পৃক্ততা। কেউ ১ টাকা দান করলেও আমরা তা সানন্দে গ্রহণ করব। অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডাঃ মোঃ পারভেজ ইকবাল শরীফ, জয়েন্ট জেনারেল (ডোনার) জনাব আজিজ মোঃ নাজিম উদ্দিন, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার জনাব এস এম কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী জনাব মোঃ আহসান উল্লাহ, ডোনার সদস্য জনাব মোঃ শহীদউল্লাহ, সদস্য ডাঃ আবু তৈয়ব, প্রফেসর ডাঃ কামরুন নেসা রুনা, জনাব খায়েজ আহমেদ ভ’ঁইয়া, ডাঃ ফজল করিম বাবুল, প্রফেসর ডাঃ জাহিদ হোসেন শরীফ, জনাব মোঃ হারুন ইউসুফ, জনাব এ এস এম জাফর, জনাব ছৈয়দ ছগির আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ও কন্ঠ শিল্পি জনাব আবদুল মান্নান রানার পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনাব আবদুল মান্নান রানা সহ চট্টগ্রামের বিশিষ্ট সংগীত শিল্পি মিসেস ফাহমিদা ইসলাম, মুন্না ফারুক, রঞ্জন রায় চৌধুরী, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর ডাঃ কামরুন নেসা রুনা, অবস এন্ড গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ ফারাহ নাজ মাবুদ সিলভি, আইসিইউ ইনচার্জ ও সহকারী অধ্যাপক ডাঃ মাহাদী হাসান প্রমুখ সংগীত পরিবেশন করেন। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য ও র‌্যাফেল ড্র উপ-কমিটির চেয়ারম্যান জনাব মোঃ হারুন ইউসুফের পরিচালনায় অনুষ্ঠিত হয় আকর্ষনীয় র‌্যাফেল ড্র। এতে মোটর সাইকেল, এলইডি টেলিভিশন, ল্যাপটপ, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশন সহ ৫১টি আকর্ষনীয় পুরষ্কার দেয়া হয়। র‌্যাফেল ড্র থেকে প্রাপ্ত আয় ক্যান্সার হাসপাতালে দান করা হবে। সম্মানীত আজীবন সদস্য ও ডোনার সদস্যগণ বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে এই মিলনমেলায় অংশ গ্রহণ করেন এবং উপভোগ করেন। এই উপলক্ষে নিবন্ধিত আজীবন সদস্যগণের তথ্য সম্বলিত একটি ডাইরেক্টরি প্রকাশ করা হয়। এ ধরনের একটি চমৎকার মিলনমেলার আয়োজনের জন্য আজীবন সদস্যদের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। পরে নৈশভোজের মাধ্যমে মিলনমেলার সমাপ্তি ঘটে।

চট্টগ্রাম


শেয়ার