পবিত্র মাহে রমযানে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে সংকটে পড়া মানুষের পাশে থাকার ঘোষণা দিল এক ইউপি চেয়ারম্যান। চেয়ারম্যানের নাম ফখরুল ইসলাম পনির।তিনি সন্দ্বীপের সারিকাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাঁর ব্যক্তিগত ফেইসবুক আইডিতে নিজের মোবাইল নম্বর দিয়ে এ ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ঘোষণাটি ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তাঁর এউদ্যোগকে অনুকরণীয় বলে মতামত দেন বিশিষ্টজনেরা।
সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি বলেন,পনির চেয়ারম্যানের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।সকল চেয়ারম্যানকে অনুরোধ করব এমন উদ্যোগ নিয়ে রমযান মাসে সংকটে পড়া মানুষের পাশে থাকার জন্য।
তাঁর এউদ্যোগের প্রশংসা করে স্থানীয় ইউনিয়নের বাসিন্দা কলেজ শিক্ষক কাজী দেলোয়ার হোসেন সাঈদ বলেন, আমরা এলাকাবাসী তাঁর এমন উদ্যোগে অত্যন্ত খুশি হয়েছি। আশা করছি সবাই চেয়ারম্যানের উদ্যোগকে স্বাগত জানাবে।