সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য এম ওবাইদুল হকের পুত্র আহসান জামীল টেকনিক্যাল সেন্টার এর প্রতিষ্ঠাতা ও প্রাইম টুলস ইউএসএ এর সত্ত্বাধিকারী ,বিশিষ্ট সমাজসেবক সারওয়ার এহসান জামীল কে-প্রযুক্তিগত সহযোগিতার অসামান্য অবদানের জন্য বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) গত ৬ ই ফেব্রুয়ারী সংবর্ধিত করে।
এই সময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,আইসিটি মন্ত্রণালয়ের উপ সচিব ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির,মেশিন কন্ট্রোল টেকনোলজি ইউএসএ সিইও তাক শান ইউ, বিটাক টিটিসির পরিচালক ডঃ এহসানুল করিম ,উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন বিটাকের ডিরেক্টর জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।