চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ এম মনজুর আলম প্রতিষ্টিত বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠে ২৭ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. সোমবার, সকালে স্কুল মিলনায়তনে অমর একুশে ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে শহীদ স্মরণে আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রিয়াংকা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ¦া মোহাম্মদ সরোয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম। আলোচনা করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকম-লীর মধ্যে সাইফুল ইসলাম, কবির হোসেন, ইউনুচ মিয়া, সাইফুর রহমান, টিংকু প্রভা দে, ফারহানা ইসলাম, মো: ইব্রাহীম, শাহজাদী বেগম সহ অন্যরা। আলোচনা সভার পর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। প্রধান অতিথির আলোচনায় হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক ও মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ¦ মোহাম্মদ সরোয়ার আলম বলেন, মায়ের ভাষায় কথা বলার জন্য যারা রক্ত দিয়েছে তারা বাংলার বীর সন্তান। ভাষা শহীদদের সিঁড়ি বেয়ে আমরা ১৯৭১ এ স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতাকে অর্থবহ করতে হলে ছাত্র-ছাত্রীদের সুশিক্ষা ও জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষিত জাতি ছাড়া দেশ ও জাতির উন্নতি সম্ভব নয়। তিনি শিক্ষার্থীদের চরিত্র গঠন, সহ শিক্ষা ও সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পরামর্শ দেন।