আজকের সর্বশেষ

ফটিকছড়ি পুরতান হালদা সেতু পরিদর্শনে মহাসড়ক বিভাগের সচিব,পুনঃনির্মানের আশ্বাস

বীজন নাট্য গোষ্ঠীর উদ্যোগে নাট্যজন আহাম্মদ কবীরের স্মরণানুষ্ঠান সম্পন্ন

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক-কর্মচারি সমিতি ফেডারেশন এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় কবিতা মঞ্চ'র সম্মাননা পেলেন কবি এম. এ. হাশেম আকাশ

সন্দ্বীপে উপনির্বাচনে মা'র উপর হামলার ঘটনায় বিচার না পেলে ছাত্রলীগ নেতার আত্মহত্যার হুমকি :থানায় মামলা

কক্সবাজার পৌর নির্বাচন: প্রতীক পেয়েই আচরণ বিধি লঙ্ঘন!

সন্দ্বীপ উপজেলার নতুন চেয়ারম্যান মিশন

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর বাকবিশিস'র স্মারকলিপি


জাতীয় সাংবাদিক সংস্থার ৪১ বছর পূর্তি অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম : সাংবাদিকদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে





শেয়ার

প্রেস বিজ্ঞপ্তি :
স্বাধীন বাংলাদেশের ঠিক অল্প কিছুদিন পর ১৯৮২ সালের এই দিনে ঢাকায় কিছু প্রবীণ সাংবাদিকদের হাত ধরেই প্রতিষ্ঠিত হয় জাতীয় সাংবাদিক সংস্থা। সাংবাদিক ও সাংবাদিকতায় অনন্য অবদান রাখা সরকারী নিবন্ধিত সংবাদকর্মীদের এই সংগঠনটির আজ গৌরবের ৪১ বছর পূর্ণ হতে যাচ্ছে। দিনটিকে স্মরণীয় করে রাখতে জাতীয় সাংবাদিক সংস্থার ৪১ বছর উদযাপন করেছে সংগঠনটি। একইভাবে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে চট্টগ্রাম মহানগর ও বিভাগীয় কমিটি গতকাল বিকাল ৫ টায় নগরির আগ্রাবাদস্থ রাজ প্রাসাদ কমিউনিটি সেন্টারে কেক কাটা, আলোচনা সভা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করে।
প্রবীণ এই সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি  আলমগীর গনী, ইলিয়াস আহমেদ, মো.খায়রুল ইসলাম, সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, ‘সাংবাদিকরা দেশের নিরব পাহারাদার। তারা দেশ, সরকার, জনপ্রতিনিধি তথা নীতিনির্ধারকদের সহযোগী। তাঁরা জনপ্রতিনিধিদের ছায়া স্বরুপ। সংবাদকর্মী প্রতিনিধিদের পাশে থাকে সব সময়। একজন সংবাদকর্মী নীতিনির্ধারকদের সহজ পথটি দেখিয়ে দিতে সাহায্য করে। সাংবাদিক রাজনীতিবীদের বিপরীত কর্মকান্ডের যেমন গঠনমূলক সমালোচনা করে তাঁকে সাহায্য করেন। তেমনি প্রতিনিধির দেশ ও সমাজ কল্যাণমূলক কাজের জন্য আরো উৎসাহিত করতে চালিয়ে যান পৃষ্ঠা ভরপুর তাঁর লেখনি। সাংবাদিক কারো বন্ধু নয়। আবার কারো শত্রুতা করাও সংবাদকর্মীর কাজ নয়। সাংবাদিক তাঁর দু’চোখ ও তথ্য উপাত্তের মাধ্যমেই তাঁর কলম চর্চা করেন। একজন কলম সৈনিক তাঁর কলমের সাথে কখনো আপোষ করে না। একজন লেখক জনপ্রতিনিধির পিছনে তাঁর ভাল-মন্দের নির্বাচক। এক কথায় বলা যায় একটি সংবাদ পত্র ও একজন গণমাধ্যমকর্মীর গুরুত্ব অপরিসীম। তাই সাংবাদিককে হতে হবে দায়িত্বশী। প্রচার করতে হবে বস্তুনিষ্ঠ সঠিক সংবাদ।      
এতে আরো উপস্থিত ছিলেন, মাসুদ আলম সাগর, নুরুল আলম,  কে এম রুবেল, মনজুর আহমেদ সোহেল, বশির আহমেদ,  মোবারক হোসেন ভূইয়া, শাকিল, বাবুল মিয়া বাবলা, আনোয়ারুল হক, মিয়া ফারুক, তুষার কান্তি বড়ুয়া,  মো. সেলিম উদ্দিন  ভুইঁয়া, মো. কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক কেফায়েতুল্লাহ কায়সার ও দিলরুবা খানম।

চট্টগ্রাম


শেয়ার

আরও পড়ুন