সন্দ্বীপে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সমকাল সুহৃদ সমাবেশ সন্দ্বীপ শাখা, ভোরের পাখি সাহিত্য মেলা ও বইচিন্তার সমন্বিত আয়োজনে মাসব্যাপি ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়। ১ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার সরকারি হাজী আবদুল বাতেন কলেজ চত্বরে উদ্বোধন হওয়া বইমেলাটি সন্দ্বীপের ৫টি কলেজ ও ২৮টি স্কুলে ঘুরবে। ইতিমধ্যে, ভ্রাম্যমাণ বইমেলাটি মুছাপুর বদিউজ্জামান হাই স্কুল, সন্দ্বীপ বীচ ও মগধরা স্কুল এন্ড কলেজে ঘুরে শিশু-কিশোরদের বই পড়তে উদ্বুদ্ধ করে। ৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার ৫ম দিনে সন্দ্বীপ আনন্দ পাঠশালায় ভ্রাম্যমাণ বইমেলা অনুষ্ঠিত হয়।
সন্দ্বীপ আনন্দ পাঠশালার প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসাইন বলেন, 'বইমেলা মানুষকে বইমুখী করতে অনুপ্রেরণা জোগাবে। তাই এ ধরনের বইমেলা শিক্ষা প্রতিষ্ঠান সহ উল্লেখযোগ্য স্থানে প্রতিমাসে আয়োজন করা উচিত।'
বই বিষয়ক সংগঠন বইচিন্তা'র সমন্বয়ক নজরুল নাঈম বলেন, ‘সন্দ্বীপে প্রথমবারের মতো ব্যতিক্রমী আয়োজন ভ্রাম্যমাণ বইমেলা করছি। এছাড়াও আমরা শিক্ষার্থীসহ সমাজের প্রতিটি স্তরের মানুষকে জ্ঞানের আলোয় উজ্জীবিত করে সমাজে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।'
এতে উপস্থিত ছিলেন- কবি ও প্রাবন্ধিক মোস্তফা হায়দার, সাংবাদিক ওমর ফয়সাল, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবদুল কাদের, সমকাল সুহৃদ সমাবেশ সন্দ্বীপ শাখার সদস্য সচিব সাজিদ মোহন, ভোরের পাখি সাহিত্য মেলার সভাপতি ইসমাইল হোসেন মনি, ভোরের পাখি সাহিত্য মেলার যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ রাব্বী, সংস্কৃতিকর্মী শাহীদুল ইসলাম বাবু, সঞ্জিব চন্দ্র রায়, মাঈন উদ্দিন আল আকাশ, লেখক ও সমাজকর্মী বখতিয়ার হোসেন, কবি সেফায়েত উল্ল্যা শাহী, সমাজকর্মী ইয়াছিন আরাফাত, বই বিষয়ক সংগঠন বইচিন্তা টিমের- মাহামুদুল ইসলাম, আবদুর রহমান ইমন, আবদুর রহিম মিনহাজ, ইয়াসিন আরাফাত, সাখাওয়াত হোসেন শুভ, সাব্বির মাহমুদ, তন্ময় সাহা, তাসকিন হাসান, ওমর ফারুক, আবদুল করিম আলো, রাহুল প্রমুখ।