আজকের সর্বশেষ

ফটিকছড়ি পুরতান হালদা সেতু পরিদর্শনে মহাসড়ক বিভাগের সচিব,পুনঃনির্মানের আশ্বাস

বীজন নাট্য গোষ্ঠীর উদ্যোগে নাট্যজন আহাম্মদ কবীরের স্মরণানুষ্ঠান সম্পন্ন

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক-কর্মচারি সমিতি ফেডারেশন এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় কবিতা মঞ্চ'র সম্মাননা পেলেন কবি এম. এ. হাশেম আকাশ

সন্দ্বীপে উপনির্বাচনে মা'র উপর হামলার ঘটনায় বিচার না পেলে ছাত্রলীগ নেতার আত্মহত্যার হুমকি :থানায় মামলা

কক্সবাজার পৌর নির্বাচন: প্রতীক পেয়েই আচরণ বিধি লঙ্ঘন!

সন্দ্বীপ উপজেলার নতুন চেয়ারম্যান মিশন

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর বাকবিশিস'র স্মারকলিপি


রোটারী ক্লাব অব চিটাগাং সাগরিকার বার্ষিক সভা সম্পন্ন





শেয়ার

রোটারী ক্লাব অব চিটাগাং সাগরিকার বার্ষিক সভা গতকাল নগরীর একটি রেস্টুরেন্টে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের ২০২৩-২০২৪ রোটাবর্ষের জন্য কমিটি নির্বাচন  (Board of Directors) সম্পন্ন করা হয়। সভাতে ২০২৩-২০২৪ রোটাবর্ষে রোটারিয়ান আজিজুল ইসলাম বাবুলকে প্রেসিডেন্ট, রোটারিয়ান আরিফ আহমেদ প্রেসিডেন্ট নমিনি (২০২৪-২০২৫)  নির্বাচন, রোটারিয়ান মনোয়ার জাহান বেগম - ভাইস প্রেসিডেন্ট, রোটারিয়ান নাসরিন নাহার রুনা - ক্লাব সেক্রেটারী ও পিপি ডাঃ বিপ্লব ভট্টাচার্যকে ক্লাব ট্রেইনার হিসেবে নির্বাচন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পিপি প্রফেসর মইন উদ্দিন আহমেদ। নির্বাচন কমিশনের অপর দুইজন সদস্য ছিলেন পিপি নুর মোহাম্মদ চৌধুরী ও পিপি ফয়জুল কবির চৌধুরী। সভাতে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। সভায় নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করে বক্তব্য রাখেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট পিডিজি প্রফেসর ড. মোঃ তৈয়ব চৌধুরী, পিপি রেজাউল করিম চৌধুরী, পিপি মোঃ মনিরুজ্জামান, পিপি আজিজুল হক, পিপি মইন উদ্দিন আহমেদ,পিপি নুর মোহাম্মদ চৌধুরী, পিপি রাশেদুল আমীন, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান রোকসানা ফারুক, ক্লাব সেক্রেটারী মাইফুল আক্তার, রোটারিয়ান শরীফ তসলিম রেজা. রোটারিয়ান ইমতিয়াজ হোসেন, রোটারিয়ান উৎপল বড়–য়া. রোটারিয়ান আমান উল্লাহ আল কাদের, রোটারিয়ায় আয়েশা জয়নাবরোটারিয়ান আলী ইমাম, রোটারিয়ান এডভোকেট আসাদুজ্জামান প্রমুখ। নবনির্বাচিত প্রেসিডেন্ট রোটারিয়ান আজিজুল ইসলাম বাবুল ও সেক্রেটারী রোটারিয়ান নাসরিন নাহার সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আগামী রোটাবর্ষে তারা ক্লাবের সার্বিক কার্যক্রমে সকলের সহযোগীতা কামনা করেন। পরে নবনির্বাচিত প্রেসিডেন্ট এর জন্মদিন উপলক্ষে বিশেষ কেক কাটার আয়োজন করা হয়।



চট্টগ্রাম


শেয়ার

আরও পড়ুন