"সেবার মাঝে বিজয়ের আনন্দ" এই শ্লোগানকে ধারণ করে জাতীয় সেবা সংস্থা শিশুর হাসি সামাজিক সংস্থা চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে বিনামূল্যে বিশেষ শিশু তথা ঠোঁটকাটা - তালুকাটা রোগীদের চিকিৎসা, ঔষধ, উপহার প্রদান, শীত বস্ত্র বিতরণ এবং সামাজিক সচেতনতা সহ নানা কার্যক্রম সম্পন্ন করেছে। আন্তর্জাতিক সেবা সংস্থা স্মাইল ট্রেনের অর্থায়নে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্মাইল ট্রেনের ব্যবস্থাপক শাফায়াত খান। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন - জাতীয় সাংবাদিক সংস্থা ভাইরাস চেয়ারম্যান খায়রুল ইসলাম। অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগের সভাপতি- খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক - কেফায়েত উল্ল্যাহ কায়সার, সহ সাধারণত সম্পাদক - মোবারক হোসেন ভূঁইয়া, লায়ন মজিবুর রহমান সাজ্জাদ, সাংবাদিক কবির শাহ দুলাল, মা ও শিশু হাসপাতালের ঔষধ বিভাগের কর্মকর্তা মোঃ ফয়সাল, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক জিয়া উদ্দীন পাটোয়ারী, শিশু সংগঠক ও ব্যাংকার আবু সাইদ মাসুম, সমাজ কর্মী কাজী আলো,লিও জিয়া আরিফ,সালাউদ্দিন রুবেল,শিশুর হাসির সেবা সংস্থার জেলা প্রধান এম এ ইলাহী আরাফাতের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুসাইদা ফাউন্ডেশন পরিচালক দিশারীয়ান এ কে রুবেল, জনি মাহমুদ, সীতাকুন্ড ফুলকুড়ির আলী আকবর, কর্মসূচিতে অংশনেন চাইল্ড বিডি চট্টগ্রামের আকরাম,সানিম,আফজাল শরীফ রিফাত, তানভীর, নাহিদ, শিক্ষক জহির আল মনসুর, বিশিষ্ট সমাজকর্মী শাহেদুল সুমন,এন ইসলাম টুকু সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি বৃন্দ। মাসব্যাপী কার্যক্রমে সহযোগিতায় ছিলো লিও ক্লাব সীতাকুণ্ড, দিশারী যুব ফাউন্ডেশন, সীতাকুণ্ড ব্লাড ব্যাংক,ইয়ুথ ক্লাব চট্টগ্রাম সন্দ্বীপ, এফএন ট্যুরিজম খাগড়াছড়ি, ০৭-০৯ বেইস চট্টগ্রাম, চাইল্ড বিডি চট্টগ্রাম, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম।