আজকের সর্বশেষ

ফটিকছড়ি পুরতান হালদা সেতু পরিদর্শনে মহাসড়ক বিভাগের সচিব,পুনঃনির্মানের আশ্বাস

বীজন নাট্য গোষ্ঠীর উদ্যোগে নাট্যজন আহাম্মদ কবীরের স্মরণানুষ্ঠান সম্পন্ন

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক-কর্মচারি সমিতি ফেডারেশন এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় কবিতা মঞ্চ'র সম্মাননা পেলেন কবি এম. এ. হাশেম আকাশ

সন্দ্বীপে উপনির্বাচনে মা'র উপর হামলার ঘটনায় বিচার না পেলে ছাত্রলীগ নেতার আত্মহত্যার হুমকি :থানায় মামলা

কক্সবাজার পৌর নির্বাচন: প্রতীক পেয়েই আচরণ বিধি লঙ্ঘন!

সন্দ্বীপ উপজেলার নতুন চেয়ারম্যান মিশন

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর বাকবিশিস'র স্মারকলিপি


চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনষ্টিটিউট ও কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত





শেয়ার

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনষ্টিটিউট ও কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান গত ৩০/১২/২০২২ ইং তারিখ হাসপাতাল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতি চারণ অনুষ্ঠান, মরনোত্তর সম্মাননা, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ৯:৩০ ঘটিকায় বর্ণাঢ্য শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী ও নার্সিং কলেজ গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ। পরবর্তীতে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি৪ বাংলাদেশ এর মাননীয় জেলা গভর্ণর লায়ন শেখ সামশুদ্দীন আহমেদ সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি৪ বাংলাদেশ এর প্রথম জেলা ভাইস গভর্ণর লায়ন এমডিএম মহিউদ্দিন ও ফৌজদারহাট নার্সিং কলেজের প্রিন্সিপাল মিসেস ইলা দাশ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাবেক জেনারেল সেক্রেটারী ডাঃ আঞ্জুমান আরা ইসলাম, কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডাঃ কামরুন নাহার দস্তগীর, অর্গানাইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী জনাব মোঃ আহসান উল্লাহ, পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (ফিন্যান্স) জনাব মোঃ মনজুরুল আলম চৌধুরী, উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম, নার্সিং ইনষ্টিটিউটের প্রিন্সিপাল মিসেস ঝিনু রানীদাশ, নার্সিং টিচার জনাব মোঃ শহীদুল্লাহ, উদযাপন কমিটির সভাপতি সিনিয়র নার্সিং সুপারভাইজার ও ইনষ্ট্রাক্টর দিলরুবা আক্তার, নার্সিং সুপারভাইজার মিসেস আবিদা সুলতানা ও তাসলিমাতুন জান্নাত। প্রধান অতিথি জেলা গভর্ণর লায়ন শেখ সামশুদ্দীন আহমেদ সিদ্দিকী বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামবাসীর অত্যন্ত প্রিয় একটি প্রতিষ্ঠান। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এই হাসপাতালের জন্মলগ্ন থেকেই এই হাসপাতালের সাথে জড়িত এবং এর অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন প্রাক্তন লায়ন জেলা গভর্ণর ডাঃ এ এফ এম ইউসুফ। করোনাকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামে করোনা রোগীদের চিকিৎসা সেবায় যে অবদান রেখেছে তা চট্টগ্রামবাসী আজীবন স্মরণ রাখবে। তিনি আরো বলেন, করোনাকালে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি৪ এর পক্ষ থেকে আমরা হাসপাতালে একটি করোনা ওয়ার্ড করে দেই এবং সর্বাত্বক ভাবে সহযোগীতার চেষ্টা করি। আপনাদের ক্যান্সার হাসপাতালের জন্যও লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আমরা বিভিন্ন ভাবে অনুদান সংগ্রহের চেষ্টা করছি। আমি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে একটি নার্সিং ইনষ্টিটিউট করার জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু শুরু করতে পারিনি। আশা করি পরবর্তী লায়ন্স নেতৃবৃন্দ এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন। তিনি নার্সদের এই পুনর্মিলনী অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানোর জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ট্রেনিং সেন্টারের অন্যতম প্রতিষ্ঠাতা মিসেস মালতী বড়–য়াকে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য প্রত্যেককে কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বিশেষ পুরষ্কার দেয়া হয়। দিনব্যাপী আড্ডা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাত ৯:০০টায় এই মিলন মেলার সমাপ্তি ঘটে।



চট্টগ্রাম


শেয়ার

আরও পড়ুন