১ লা জানুয়ারি সকাল ১০ টায় সারাদেশের মত নগরির হালিশহর এ ব্লক ন্যাশনাল গ্রামার স্কুলেও শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই প্রদান উৎস পালন করা হয়।
বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী গাজী মুহাম্মাদ আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক গোলাম মোস্তফা।
কেফায়েতুল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আকাশ মাহমুদ, রেহেনা পারভিন, আমেনা বেগম, মাইনুল ইসলাম তারেক প্রমুখ।
এতে ছাত্র, শিক্ষক ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে বই উৎসব উৎসব মুখর হয়ে উঠে।
এ সময় স্কুলের চেয়ারম্যান গাজী মুহাম্মাদ আনিসুর রহমান বলেন, এটি একটি মানসম্মত স্কুল। অত্র বিদ্যালয় এখন সাফল্যের ১৩ তম বর্ষে পা রেখেছে।