চট্টগ্রাম অঞ্চলের বেসরকারী মেডিকেল কলেজের উদ্যোক্তাদের এক মতবিনিময় সভা অদ্য ১৩/১২/২০২২ ইং তারিখ মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান এবং সাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ জাতীয় সংসদে বেসরকারী মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন ২০২২ প্রণয়ন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। এছাড়া মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহেদ মালেক স্বপন, স্বাস্থ্য সচিব এবং বাংলাদেশ বেসরকারী মেডিকেল কলেজ এসোসিয়েশন কেন্দ্রিয় কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। সভায় বক্তাগণ বিগত কোভিড মহামারী নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহিত সময় উপযোগী বিভিন্ন পদক্ষেপের ভূয়শী প্রশংসা করেন এবং পাশাপাশী বেসরকারী মেডিকেল কলেজ সমূহের রোগী চিকিৎসা সেবায় অবদানের জন্য প্রসংশা করা হয়। বাংলাদেশ মেডিকেল শিক্ষায় বেসরকারী মেডিকেল সমূহ ৬০% ভূমিকা পালন করছে এবং বিদেশী শিক্ষার্থীদের শিক্ষা প্রদানের মাধ্যমে প্রায় দুই হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা করছে। এতে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাচ্ছে এবং বিদেশী শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। কলেজ সমূহে শিক্ষার গুণগত মান বজায় রাখার জন্য সভা থেকে উদ্যোক্তাদের অনুরোধ করা হয়। স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে উদ্যোক্তাদের নার্সিং শিক্ষাসহ বিভিন্ন টেকনিক্যাল শিক্ষার প্রকল্প গ্রহণের জন্য সভা থেকে অনুরোধ জানানো হয়। সভায় বেসরকারী মেডিকেল কলেজ সমূহের স্বার্থ সংশ্লিষ্ট ও আইনগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন বেসরকারী মেডিকেল কলেজ এসোসিয়েশন কেন্দ্রিয় শাখার যুগ্ন সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ভাইস চেয়ারম্যান জনাব সৈয়দ মোঃ মোরশেদ হোসেন, মেরিন সিটি মেডিকেল কলেজের উদ্যোক্তা প্রফেসর ডাঃ মোঃ মুজিবুল হক খান, চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতালের জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ, মেরিন সিটি মেডিকেল কলেজের উদ্যোক্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান, সাউদার্ন মেডিকেল কলেজের জনাব জাফরুল ইসলাম চৌধুরী, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের মেজর (অবঃ) মমতাজ, ইউএসটিসি এর জনাব দিলিপ কুমার বড়ুয়া, চট্টগ্রাম ইন্টার্ন্যাশনাল মেডিকেল কলেজের জনাব মোহাম্মদ জালাল উদ্দীন আকবর, মেরিন সিটি মেডিকেল কলেজের ডাঃ মোহাম্মদ শরীফসহ প্রমুখ। এছাড়া অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান জনাব মোহাম্মদ সেলিম, ময়নামতি মেডিকেল কলেজের চেয়ারম্যান নাসরিন বাহার ও ভাইস চেয়ারম্যান প্রফেসর নাজমুস সাকিব পিলু এবং সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ও উদ্যোক্তা প্রফেসর সাফিকুর ইসলাম পাটোয়ারী।