জান্নাত ফাউন্ডেশন: আমরা "স্বপ্ন দেখি ভালো থাকার, ভালো রাখার"
কেফায়েতুল্লাহ কায়সার
১০ ডিসেম্বর ২০২২, ০৪:২০ অপরাহ্ন
শেয়ার
"স্বপ্ন দেখি ভালো থাকার, ভালো রাখার" বিনোদন ও ভালোবাসা হোক প্রতিটি শিশু বেড়ে ওঠার হাতিয়ার। গত ০৯ ডিসেম্বর ২০২২ ইং রোজ শুক্রবার জান্নাত ফাউন্ডেশন পরিদর্শন করেন ক্যমেরন থেকে আগত একদল চিকিৎসক। তারা শিশুদের সাথে কুশল বিনিময় এবং বিনোদন মূলক অংশগ্রহন করেন। শিশুরা আগত অতিথিদের সম্মানে আনন্দ উচ্ছাসে কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন। এ সময় সংস্থার পক্ষে ভাইস প্রেসিডেন্ট ডঃ জুবাইদা নূর উপস্থিত ছিলেন।