আজকের সর্বশেষ

ফটিকছড়ি পুরতান হালদা সেতু পরিদর্শনে মহাসড়ক বিভাগের সচিব,পুনঃনির্মানের আশ্বাস

বীজন নাট্য গোষ্ঠীর উদ্যোগে নাট্যজন আহাম্মদ কবীরের স্মরণানুষ্ঠান সম্পন্ন

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক-কর্মচারি সমিতি ফেডারেশন এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় কবিতা মঞ্চ'র সম্মাননা পেলেন কবি এম. এ. হাশেম আকাশ

সন্দ্বীপে উপনির্বাচনে মা'র উপর হামলার ঘটনায় বিচার না পেলে ছাত্রলীগ নেতার আত্মহত্যার হুমকি :থানায় মামলা

কক্সবাজার পৌর নির্বাচন: প্রতীক পেয়েই আচরণ বিধি লঙ্ঘন!

সন্দ্বীপ উপজেলার নতুন চেয়ারম্যান মিশন

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর বাকবিশিস'র স্মারকলিপি


শিক্ষকেরাই জাতি গড়ার কারিগর এম.পি. মিতা





শেয়ার

গত ২রা ডিসেম্বর রোজ শুক্রবার বিকাল ০৩ টায় চট্টগ্রাম শহরে একটি কমিউনিটি সেন্টারে বাউরিয়া জি.কে একাডেমী প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদে আয়োজনে সাবেক প্রধান শিক্ষক মোঃ শামসুল হুদা স্যারের খতমে কোনআন, মিলাদ মাহফিল ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়। স্বরণ সভায় নাদিম শাহ আলমগীর এর সঞ্চলনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন মাহফুজুর রহমান মিতা এম.পি, স›দ্বীপ থানা এই সময় তিনি বলেন শিক্ষকরাই জাতি গড়ার কারিগর, শিক্ষকেরাই সমাজকে পরিবর্তন করি দিতে পারেন। প্রধান শিক্ষক শামসুল হুদা স্যার এমনই এক শিক্ষক যার ছাত্র বাংলাদেশের সরকারি ও বেরকারি উচ্চ পর্যায়ে এবং বিভিন্ন দেশে কর্মরত আছেন। তিনি ১৯৯৩ সালে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক নির্বাচিত হন। তিনি কঠোর পরিশ্রমী ছিলেন। নিষ্টা ও সততা ও দক্ষতার সাথে স্কুল পরিচালনা করতেন বলে তার ছাত্র আজ দেশ এবং দেশের বাহিরে আলোকিত করেছে। পবিত্র কোনআন থেকে তেলাওয়াত মিলাদ ও দোয়া পরিচালনা করেন: হাফেজ মাওলানা ইব্রাহিম সভাপতিত্ব করেন- মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সভাপতি বাউরিয়া জি.কে একাডেমী প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন- আবুল কালাম আজাদ, সাবেক জি.এম. সোনালী ব্যাংক লিঃ প্রধান শিক্ষক শামসুল হুদা স্যারের জীবন ও কর্ম পাঠ করেন-মোক্তাদের আজাদ খান, অধ্যক্ষ তাহের মুঞ্জু কলেজ, অতিথির মধ্যে বক্তব্য- তাহের আহমেদ চৌধুরী, ডি.এম.ডি, ইসলামী ব্যাংক লিঃ, মোঃ আবুল কাশেম এম.ডি রূপালী ক্রেডিট কো-অপারেটিভ, একে.এম নুরুসাপা হেড মাস্টার বাউরিয়া জি.কে একাডেমী। আলহাজ¦ ফোরকান উদ্দিন আহমেদ সাবেক ভাইস চেয়ারম্যান স›দ্বীপ উপজেলা। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মাস্টার ইয়াছিন। মাস্টার বিদান দায়, মাস্টার সিরাজউদৌলা, আবুল কালাম আজাদ, নুরুন নবী, শামছুল মাওলা সুমন, মাস্টার রোকেয়া ফেরদৌসি, মোঃ আলা উদ্দিন প্রমূখ।

চট্টগ্রাম


শেয়ার

আরও পড়ুন