ওব্যাট স্কাউট গ্রুপ চট্টগ্রাম কে বেস্ট এ্যাওয়ার্ড প্রদান
কেফায়েতুল্লাহ কায়সার
০৪ ডিসেম্বর ২০২২, ১২:২৬ অপরাহ্ন
শেয়ার
আব্দুল্লাহ আল মামুন: ..................................... গত ৩ ডিসেম্বর, বিকাল ৩:০০টায় চট্রগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত সেমিনারে ওব্যাট জুনিয়র হাই স্কুল স্কাউট গ্রুপের ৭জন শিক্ষার্থীকে বেস্ট এ্যাওয়ার্ড প্রদান করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রথম মেয়র ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী। এই সময় বিশিষ্ট ব্যাক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন ওব্যাট হেল্পার্স এর প্রতিষ্ঠাতা জনাব আনোয়ার আকমল খান, প্রজেক্ট ম্যানেজার জনাব সোহেল আকতার খান এর সভাপতিত্বে, আমেরিকা থেকে আগত মিস. ক্যাটেলিনা সহ, নোমান উল্যাহ বাহার, নেছার আহমেদ খান, এম এ জলিল, ওব্যাট জুনিয়র হাই স্কুল স্কাউট গ্রুপ এর সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। ওব্যাট থিংক ট্যাংক এর আয়োজনে সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।