আজকের সর্বশেষ

ফটিকছড়ি পুরতান হালদা সেতু পরিদর্শনে মহাসড়ক বিভাগের সচিব,পুনঃনির্মানের আশ্বাস

বীজন নাট্য গোষ্ঠীর উদ্যোগে নাট্যজন আহাম্মদ কবীরের স্মরণানুষ্ঠান সম্পন্ন

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক-কর্মচারি সমিতি ফেডারেশন এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় কবিতা মঞ্চ'র সম্মাননা পেলেন কবি এম. এ. হাশেম আকাশ

সন্দ্বীপে উপনির্বাচনে মা'র উপর হামলার ঘটনায় বিচার না পেলে ছাত্রলীগ নেতার আত্মহত্যার হুমকি :থানায় মামলা

কক্সবাজার পৌর নির্বাচন: প্রতীক পেয়েই আচরণ বিধি লঙ্ঘন!

সন্দ্বীপ উপজেলার নতুন চেয়ারম্যান মিশন

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর বাকবিশিস'র স্মারকলিপি


জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হলেন চট্টগ্রামের সাংবাদিক খায়রুল ইসলাম, ও যুগ্ম মহাসচিব কেফায়েতুল্লাহ কায়সার





শেয়ার

গত ২ ডিসেম্বর,২০২২ শুক্রবার বিকালে সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক মুহম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় ২০২৩-২০২৪ সেশনের জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে । উক্ত কমিটিতে সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন, সহ-সভাপতি মো. আলমগীর, এড. মো. লুৎফর রাশীদ রানা, দৈনিক খবর পত্রের রিপোর্টার ও সাপ্তাহিক সীতাকুণ্ডের সম্পাদক মো. খাইরুল ইসলাম, মো. ইলিয়াস আহমেদ, মো. মিজানুর রহমান প্রিন্স, মো. মমিন রশীদ শাইন, মো. রফিক আলম, মো. আনিসুর রহমান, মো. শেহাব উদ্দিন টিপু ও মো. লুৎফুর রহমান, মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আবু মুসা ,কাজী মাহমুদুল হাসান, দৈনিক হালিশহর সম্পাদক, সাপ্তাহিক উপনগর নির্বাহী সম্পাদক ও দৈনিক একুশের বাণী পত্রিকার চট্টগ্রামের ডেপুটি ব্যুরোচীফ কেফায়েতুল্লাহ কায়সার ও মো. মামুন-অর-রশিদ, সহকারী মহাসচিব মো. আব্দুল মজিদ, জি এইচ হান্নান ও মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সচিব মো. আনিসুর রহমান প্রধান, মো. মনির হোসেন মানিক ও মো. সালাউদ্দিন, মুহাম্মদ মুন্জুর হোসেন , সহকারী অর্থ সচিব মো. রাজু আহমেদ , সহকারী দপ্তর সচিব মোঃ আজিবুল হক পার্থ, সহকারী প্রচার সচিব মো. আরিফুল ইসলাম তপু, জনকল্যাণ সচিব এড. জসিম উদ্দিন, মানবাধিকার সচিব আকাশ মাহমুদ মোল্লা, সহকারী মানবাধিকার সচিব মো. আফিকুর রহমান আফিক, এড মিয়া মাষ্টার ফারুক, আইন সচিব এড. চমন এলাহী, সহকারী আইন সচিব এড. ফারুক আহমেদ, সহকারী ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব পাপিয়া সরকার, গবেষণা সচিব মো. আব্দুল নাহিদ, সহকারী গবেষণা সচিব মো. মুকুল খসরু, সাহিত্য ও পাঠাগার সচিব মো. রবিউল বাশার, মহিলা বিষয়ক সচিব মোসা. আমেনা বেগম, সহকারী মহিলা বিষয়ক সচিব মোসা. রাবেয়া শিমুল, মোসা. মুক্তা বেগম,তথ্য ও প্রযুক্তি সম্পাদক মনজুর আহমেদ সোহেল, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. মুন্জুরুল হক, মো. সিরাজুল ইসলাম, খ ম একরামুল হক, এম. কাজল খান, মো. আমিনুল ইসলাম, মো. কামরুল ইসলাম, মো. জিল্লুর রহমান, মো. জামিরুল ইসলাম ও মো. সাজাদুর রহমান সহ মোট ১০১ জন সদস্য বিশিষ্ট সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত হয়।

 

চট্টগ্রাম


শেয়ার

আরও পড়ুন