প্রকৃতি ও কৃষিভিত্তিক জনপ্রিয় অনলাইন টেলিভিশন চ্যানেল কৃষির উদ্যোগে ৩০ নভেম্বর (বুধবার) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি গ্যালারি হলে অনুষ্ঠিত গুণীজন সন্মাননা অনুষ্ঠানে বাংলা একাডেমির একুশে গ্রন্থমেলায় প্রকাশিত পাঠক নন্দিত ‘দাহকালের কাব্য’ গ্রন্থের জন্যে ‘চ্যানেল কৃষি সন্মাননা স্বারক’ পেয়েছেন সময়ের সাহসী লেখক ও কবি প্রকৌশলী শামছুল আরেফিন শাকিল। শামছুল আরেফিন শাকিলের হাতে যৌথভাবে সন্মাননা স্বারক তুলে দেন প্রফেসর ড. মো. রায়হান ফারুক (ডিরেক্টর, ভেটেরিনারি ক্লিনিক, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়), ড. এ এস এম হারুনর রশীদ (প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, চট্টগ্রাম), মো. তৌহিদুল আনোয়ার (ডিরেক্টর, ইসলামিক ফাউণ্ডেশন চট্টগ্রাম) এবং চ্যানেল কৃষির চেয়ারম্যান উন্নয়ন সাংবাদিক আমিনুল এহসান রুবাইয়াত।