আজকের সর্বশেষ

বর্ষার আগমনে বেড়ে যাবে সন্দ্বীপ নৌ রুটে যাত্রীদের ভোগান্তি, অন্তত দিনে শীপ ২ট্রিপ দেওয়া হোক

বাদশা মিয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

রোজাদার সেবায় সাবেক মেয়র মনজুর আলম-এর ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ কার্যক্রম ইমাম, মুয়াজ্জিনদের মাধ্যমে শুরু

রমজান উপলক্ষে "গাজী মার্কেট তরুণ প্রবাসী ঐক্য পরিষদ'র পক্ষ হতে প্রায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

হাসান মেহেদী'র 'নজরুল-সাহিত্য ও অন্যান্য প্রসঙ্গ' প্রকাশ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্যদের নিয়ে প্রথমবারের মতো মিলনমেলা অনুষ্ঠিত

দ্বীপবন্ধু স্মৃতি মেধা বৃত্তির পুরুষ্কার বিতরন

মাস্টার ছায়েদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল


বাকবিশিস'র ১০ জাতীয় সম্মেলন সম্পন্ন : ড. নুর মোহাম্মদ তালুকদার সভাপতি, অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর সাধারণ সম্পাদক নির্বাচিত





শেয়ার

বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) দশম জাতীয় সম্মেলন শেষ হয়েছে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি ও বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সভাপতিত্ব করেন অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার। এতে সারাদেশ থেকে আসা সমিতির শিক্ষক নেতারা অংশ নেন। সম্মেলনে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য ৮৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হন অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর। উল্লেখ্য ড. নুর মোহাম্মদ তালুকদার ১৯৪১ খ্রিস্টাব্দের ৩ জুন বরিশাল জেলার হিজলা উপজেলার গুয়াবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম নুরুল হক তালুকদার। মাতা মরহুমা সুলতানা বেগম। তিনি বরিশালের আসমত আলী খান স্কুল থেকে ১৯৬০ সালে মাধ্যমিক এবং বরিশাল ব্রজমোহন কলেজ থেকে ১৯৬৩ সালে উচ্চ মাধ্যমিক পাস করে তদানীন্তন পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে ভর্তি এবং ১৯৬৮ সালে বিএসসি ডিগ্রি লাভ। একই বিশ্ববিদ্যালয় হতে ১৯৭২ সালে কৃষি রসায়ন বিষয়ে এমএসসি অর্জন করেন। নুর মোহাম্মদ তালুকদার উচ্চশিক্ষা লাভের জন্য প্রবাসী সরকারের বৃত্তি নিয়ে ১৯৭৮ সালে ফ্রান্স গমন করেন । লিল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৩ সালে বায়োটেকনোলজিতে পিএইচডি লাভ করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি এর আগে ২০১০ সালে বাকবিশিস'র সভাপতি নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর ১৯৬০ খ্রিস্টাব্দের ১০ জানুয়ারি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার এয়াকুব নগর গ্রামের একটি ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে কৃতিত্বের সাথে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি দেশে বিদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি বারইয়ারহাট কলেজে পরিসংখ্যান বিষয়ের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। বিভিন্ন কলেজে দায়িত্ব পালন শেষে ২০০৮ খ্রিস্টাব্দের ১৬ আগস্ট বিজয় স্মরণী কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন। ২০২০ সালের ৯ জানুয়ারি তিনি অধ্যক্ষ পদ থেকে অবসর গ্রহণ করেন। ববর্তমানে তিনি প্যাসিফিক ফাউন্ডেশনের শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।    

চট্টগ্রাম


শেয়ার



আরও পড়ুন