বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বই, খাতা, কলমসহ সকল শিক্ষা উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা এই প্রতিবাদ জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমানে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সাথে পাল্লা দিয়ে বাড়ছে শিক্ষা উপকরণের দাম, যা অনভিপ্রেত। বর্তমানে সকল শিক্ষা সামগ্রীর দাম বেড়েছে ১০ থেকে ১৫ গুণ। অন্যদিকে, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের আয় বাড়েনি। এছাড়া বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানের মাসিক বেতনও বেড়ে গেছে কয়েক গুণ। নিম্নবিত্ত ও মধ্যবিত্তের মানুষেরা তাদের আয়ের সঙ্গে বর্ধিত মূল্যের সমন্বয় করতে খাচ্ছেন হিমশিম। এমন অবস্থা কেবল যে শিক্ষার্থীর ঝরেপড়াকে ত্বরান্বিত করবে তা নয়, বরং সরকারের উন্নয়ন অভীষ্টকে করবে বাধাগ্রস্ত। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, বাকবিশিস আশঙ্কা করছে, শিক্ষা উপকরণের দাম এভাবে বাড়তে থাকলে মানুষের খরচের বোঝা আরও ভারী হয়ে যাবে। নিম্নবিত্ত ও মধ্যবিত্তের মানুষেরা তাদের সন্তানের পড়াশোনা চালাতে নিরুৎসাহিত হয়ে পড়বেন। ফলে চলমান শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হতে পারে। এমনকি নিরুপায় হয়ে পড়াশোনা বন্ধ করার মতো সিদ্ধান্তও নিতে পারেন অনেক মেধাবী শিক্ষার্থীর পরিবার। যা রাষ্ট্র কর্তৃক জনগণের শিক্ষার মৌলিক অধিকারকে করবে হুমকির সম্মুখীন। বাকবিশিস গভীর উদ্বেগ প্রকাশ করছে যে, এমন পরিস্থিতি বিরাজ করলে শিক্ষা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। যা অন্যান্য উন্নয়নসূচকের অন্তরায় সৃষ্টি করবে, তৈরি করবে নানান সামাজিক সমস্যা। এমন পরিস্থিতিতে বাকবিশিস শিক্ষা উপকরণের দাম কমানো, শিক্ষাক্ষেত্রে বিশেষ বরাদ্দ প্রদানসহ, শিক্ষার্থীদের প্রণোদনা দেওয়ার জোর দাবি জানাচ্ছে। অন্যথায়, শিক্ষার অধিকার সুরক্ষায় সাধারণ মানুষকে সাথে নিয়ে বাকবিশিস বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে জানানো হয়েছে।