গত ৫ নভেম্বর নগরির আগ্রাবাদ চৌমুহনীস্থ হোটেল ইস্টার্ন ভিউতে স›দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের ওয়েবসাইট উদ্বোধন করছেন সংগঠনের সভাপতি এডভোকেট এম এ বারী, সাধারণ সম্পাদক মো. মনজুর আলম, উপদেষ্টা সারওয়ার হাসান জামীল শামীম, আজীবন সদস শিল্পতি মো. জসিম উদ্দিন ভ‚ইয়া, এডভোকেট মো. শাহাদাত হোসেন, সাইফুর রহমান লিংকন, মো. জসিম উদ্দিন, রেজাউল করিম মহসনি, কাজী জিয়া উদ্দিন সোহেলসহ অতিথিবৃন্দ।