কেয়া এন্টারপ্রাইজ হজ্ব কাফেলার হজ্ব প্রশিক্ষণ কর্মশালা দোয়া মাহাফিল অনুষ্টিত





শেয়ার

গত ১৮ই জুন ২০২২ খ্রি. শনিবার সকাল ১০.০০ ঘটিকায় আগ্রাবাদস্থ এক অভিজাত হোটেলে কেয়া হজ্ব কায়েলা’র হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্যামল গ্রæপ অব কোম্পানীজ এর সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান। সভা পরিচালনা করেন- এম এ কাশেম। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন জনাব মোহাম্মদ আফজাল হোসেন সিয়াম।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ব-বিদ্যালয় এর
আরবি বিভাগের সহযোগী অধ্যাপক, চাঁন্দগাও আবাসিক এলাকা জামে সমজিদ এর খতীব এবং কেয়া এন্টারপ্রাইজ হজ্ব কাফেলা সম্মানিত উপদেষ্টা ড. নিজাম উদ্দিন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কাফকো জামে মসজিদ এর পেশ ইমাম ও খতীব এবং কেয়া এন্টারপ্রাইজ হজ্ব কাফেলা’র প্রধান উপদেষ্টা মুফতি মোঃ আবুল হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফয়েজ লেক জামে মসজিদের খতীব মাওলানা নুরুল আলম মেহেদী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুফতি হুমায়ুন কবির । সভায় স্বাগত বক্তব্য রাখেন সিতাকুন্ড মহিলা কলেজ এর সাবেক অধ্যাপক এবং কেয়া হজ্ব কাফেলা’র সম্মানিত মুনাজ্জেম কাজী মোহাম্মদ ছাদেকুল ইসলাম। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সীতাকুন্ড সরকারী মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ লেঃ মুহাম্মদ দিদারুল আলম, স›দ্বীপ উপজেলা পরিষদ এর প্রাক্তন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফোরকান উদ্দিন আহমেদ, স›দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম এর প্রাক্তন সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, মহুরীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এর খতীব মাওলানা লোকমান হাকীম জিহাদী, কেয়া হজ্ব কাফেলা’র সম্মানিত উপদেষ্টা জনাব ইদ্রিস নিজামী, কেয়া হজ্ব কাফেলা সম্মানিত উপদেষ্টা মাওলানা ক্বারী দিদারুল আলম, আল হেড়া জামে মসজিদ এর পেশ ঈমাম মাওলানা বেলাল, উত্তরা আবাসিক এলাকা জামে মসজিদ এর খতীব- মাওলানা নজরুল ইসলাম, কেয়া হজ্ব কাফেলা’র সম্মানিত মোয়াল্লেম- মাওলানা মোঃ আশ্রাফ আলী, হাফেজ মাওলানা মোঃ মাসুম বিল্লাহ, কেয়া হজ্ব কাফেলা’র সম্মানিত উপদেষ্টা
মাওলানা মোদ্দাসের হাসেমী এবং কেয়া হজ্ব কাফেলা’র সম্মানিত উপদেষ্টা মাওলানা মোহাম্মদ আলী। সভায় আরো উপস্থিত ছিলেন শ্যামল গ্রæপ অব কোম্পানীজ এর সম্মানিত পরিচালক জনাবা নুরুন নাহার বেগম, মাহবুবুর রহমান শ্যামল এবং মাহফুজুর রহমান সোহেল। সভায় হুজ্জাজদের নিরাপদ গমণ ও হজ্ব-ব্রত পালনের জন্য বিশেষ দোয়া-মুনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে সবাইকে আপ্যায়নের মাধ্যমে সভার সভাপতি এবং শ্যামল গ্রæপ অব কোম্পানীজ এর সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান তাঁহার একমাত্র কন্যা ও পরিচালক ডাঃ আশেয়া আক্তার কেয়া’র জন্য হুজ্জাজদের নিকট
বিশেষ দোয়া কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

চট্টগ্রাম


শেয়ার

আরও পড়ুন